‘বিরল’ চোটে মাঠের বাইরে সোয়েপসন

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন দারুণ ফর্মে থাকা মিচেল সোয়েপসন। ঘাড়ে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ান এই লেগ স্পিনার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 09:40 AM
Updated : 24 Feb 2021, 09:40 AM

কুইন্সল্যান্ড বুলস বুধবার এক বিবৃতিতে তার চোটের কথা জানায়। বিগ ব্যাশ লিগের আগেই ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন সোয়েপসন।

বিবৃতিতে বলা হয়, তার ঘাড়ের এই স্ট্রেচ ফ্র্যাকচার একজন স্পিনারের জন্য বিরল। এজন্য তাকে কমপক্ষে ছয় সপ্তাহ বোলিং থেকে দূরে থাকতে হবে। এরপর আবার করা হবে পরীক্ষা, ঠিক হবে তার চিকিৎসার পরবর্তী ধাপ।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলা সোয়েপসন দারুণ ছন্দে ছিলেন শেফিল্ড শিল্ডে। তিন ম্যাচে তিনবার পাঁচ উইকেটেসহ ২১.১৭ গড়ে নেন সর্বোচ্চ ২৩ উইকেট।

আপাতদৃষ্টিতে ২৭ বছর বয়সী লেগ স্পিনারের মৌসুম শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে শেষভাগে মাঠে ফিরতে সম্ভাব্য সব প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানান তিনি।

“কুইন্সল্যান্ডের হয়ে আপাতত খেলতে পারব না বলে অবশ্যই আমি খুবই হতাশ। তবে ইতিবাচক থেকে সবকিছু করার চেষ্টা করব যেন মৌসুমের শেষদিকে কয়েকটি ম্যাচে খেলতে পারি।”

অস্ট্রেলিয়ার হয়ে চারটি টি-টোয়েন্টি খেলেছেন সোয়েপসন। ২০১৮ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় তার।