সাকিবকে নিয়ে ‘শঙ্কা নেই’

টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বড় একটা স্বস্তির খবর পেল বাংলাদেশ দল। সাকিব আল হাসানের কুঁচকির চোট গুরুতর নয়। দুই-তিন দিনের মধ্যে তাকে অনুশীলনে দেখা যাবে বলে জানালেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2021, 03:13 PM
Updated : 29 Jan 2021, 09:18 AM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান লাগে সাকিবের। মাঠে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা শেষে স্বস্তি অনুভব না করায় মাঠ ছেড়ে যান ৪.৫ ওভার বোলিং করে।

ম্যাচের পর সাকিব বলেছিলেন, কুঁচকির অবস্থা তার কাছে খুব ভালো মনে হচ্ছে না। পরে বিসিবি জানায়, তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। পর্যবেক্ষণের সেই সময় পরে বেড়ে যায় আরও ৪৮ ঘণ্টা। বৃহস্পতিবার দলের অনুশীলনে তিনি ছিলেন না। এ দিন সকালে স্ক্যান করানোর পর বিশ্রামে ছিলেন তিনি।  

স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর সাকিবের অবস্থা সম্পর্কে জানালেন বিসিবির চিকিৎসক মঞ্জুর।

“সাকিবের স্ক্য্যান রিপোর্ট পুরোপুরি ভালো। ব্যথা অনুভব করছেন না তিনি, কোনো সমস্যা নেই। ছোটখাটো কোনো জটিলতাও নেই। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে তাই শঙ্কা আপাতত নেই। সতর্কতার কারণে আরেকটু সময় নেওয়া হতে পারে। আশা করি, ২-৩ দিনের মধ্যে তাকে অনুশীলনে দেখতে পাবেন।”

নিষেধাজ্ঞার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ম্যান অব দা সিরিজ হয়েছেন সাকিব। টেস্ট সিরিজেও দলের মূল ভরসা তিনিই। আগামী বুধবার থেকে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ।