বাদ মেন্ডিস, সিরিজ শেষ লঙ্কান অধিনায়কের

ব্যাট হাতে বাজে সময় কাটানো কুসল মেন্ডিসকে ইংল্যান্ড সিরিজের বাকি অংশ থেকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা। চোট থেকে সেরে না ওঠায় ছিটকে গেছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2021, 03:39 PM
Updated : 19 Jan 2021, 03:39 PM

এই দুইজনের সঙ্গে আরও তিনজনকে টেস্ট দল থেকে ছেড়ে দেওয়ার কথা মঙ্গলবার বিবৃতিতে জানায় শ্রীলঙ্কা ক্রিকেট।

আঙুলের চোটে ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারেননি করুনারত্নে। দ্বিতীয় টেস্টেও তাকে পাচ্ছে না স্বাগতিকরা। তার অনুপস্থিতিতে আসছে ম্যাচেও দলকে নেতৃত্ব দিবেন দিনেশ চান্দিমাল।

বাজে ফর্মের কারণে বাদ দেওয়া হয়েছে মেন্ডিসকে। লঙ্কান এই কিপার-ব্যাটসম্যান সবশেষ ৫ ইনিংসে কেবল ১৫ রান করেছেন। রেকর্ড টানা ৪ ইনিংসে আউট হয়েছেন রানের খাতা খোলার আগে।

বাদ পড়া বাকি তিনজনের দুইজন পেসার লাহিরু কুমারা ও নুয়ান প্রদীপ। অন্য জন রিজার্ভ কিপার-ব্যাটসম্যান মিনোদ ভানুকা।

গলে প্রথম টেস্টে ৭ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী শুক্রবার।