টেস্ট শুরুর ঠিক আগে অধিনায়ককে হারাল শ্রীলঙ্কা

চোট কোনোভাবেই পিছু ছাড়ছে না শ্রীলঙ্কা দলকে। দক্ষিণ আফ্রিকা সফরে একের পর এক ক্রিকেটারের চোটে চরম ভোগান্তির পর এবার দেশের মাটিতেও বড় ধাক্কা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের টসের আগে ছিটকে গেলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2021, 05:30 AM
Updated : 14 Jan 2021, 05:30 AM

অনুশীলনের সময় আঘাত পেয়ে বুড়ো আঙুলে চিড় ধরায় ছিটকে গেছেন করুনারত্নে। বৃহস্পতিবার শুরু হওয়া গল টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্বে দিচ্ছেন দিনেশ চান্দিমাল। শুধু এই টেস্ট নয়, পরের টেস্টেও করুনারত্নেকে পাওয়ার সম্ভাবনা সামান্য।

করুনরাত্নের পাশাপাশি চোটের কারণে এই টেস্টে শ্রীলঙ্কা পাচ্ছে না অভিজ্ঞ পেসার সুরাঙ্গা লাকমলকেও। ৬১ টেস্ট খেলা পেসার গত বছরের জানুয়ারির পর আর খেলতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে।

চান্দিমালের জন্য নেতৃত্ব নতুন কিছু নয়। একসময় শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়কই ছিলেন তিনি, ভারপ্রাপ্ত দায়িত্বেও কাজ চালিয়েছেন বেশকবার। এই টেস্টের আগে নেতৃত্ব দিয়েছেন ১৭ টেস্টে।