চোট-জর্জর ভারত, মাঠে নামতে তৈরি শেবাগ!
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2021 12:06 PM BdST Updated: 13 Jan 2021 12:06 PM BdST
-
মজা করায় জুড়ি নেই শেবাগের। ছবি : শেবাগের টুইটার।
একের পর এক ক্রিকেটারের চোটে ভারতীয় দল এখন যেন হাসপাতাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ১১ জন মাঠে নামানোই দায়। ভারতীয় গ্রেট বিরেন্দর শেবাগ তাই মজা করে বলছেন, প্রয়োজন হলে তিনি খেলতে চলে যেতে পারেন অস্ট্রেলিয়ায়!
ভারতের অস্ট্রেলিয়া সফরে চোটের থাবা শুরু হয় সিরিজ শুরুর আগেই। পুরো সফর থেকে ছিটকে যান অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। প্রথম টেস্টের পর দল হারায় আরেক অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে, দ্বিতীয় টেস্টের মাঝপথে উমেশ যাদবকে। তৃতীয় টেস্টের আগে চোট পেয়ে সফর শেষ হয় লোকেশ রাহুলের, এই টেস্টেই চোট পেয়ে বাইরে চলে যান রবীন্দ্র জাদেজা।
তলপেটের ব্যাথায় শেষ টেস্টে জাসপ্রিত বুমরাহকে পাওয়া নিয়ে আছে প্রবল অনিশ্চয়তা, হ্যামস্ট্রিংয়ের চোটে হনুমা বিহারিকে না পাওয়া অনেকটাই নিশ্চিত। এছাড়াও পিঠে ব্যথা আছে রবিচন্দ্রন অশ্বিনের, নেটে ব্যাটিংয়ের সময় আঘাত পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। ব্যথানাশক ট্যাবলেট খেয়ে মাঠে নামছেন চেতেশ্বর পুজারা। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ছুটিতে আছেন প্রথম টেস্টের পর থেকেই।
সব মিলিয়ে শেষ টেস্টে একাদশ সাজানোই ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। এমন অসহায়ত্বে যখন কিছু করার নেই, শেবাগ দেখছেন মজার দিকটিই। অস্ট্রেলিয়ায় ২ সেঞ্চুরিতে হাজারের বেশি রান করা ব্যাটসম্যানের টুইট, ‘এত এত ক্রিকেটারের ইনজুরি, একাদশ যদি না হয়, অস্ট্রেলিয়ায় যেতে আমি তৈরি…কোয়ারেন্টিন দেখা যাবে।’
জৈব-সুরক্ষা বলয়ের কারণে ভারতীয় দল সফর করছে বিশাল বহর নিয়ে। এত চোটের পরও তাই জোড়াতালি দিয়ে একাদশ দাঁড় করিয়ে ফেলতে পারবে ভারত। সিরিজের শেষ টেস্ট শুরু শুক্রবার থেকে, ব্রিজবেনে।
-
শেষের কাছে ক্যারিবিয়ানদের ইনিংস
-
মাশরাফিকে ছাড়িয়ে, মাশরাফির পাশে মুশফিক
-
সিরাজের প্রতিটি উইকেট প্রয়াত বাবার জন্য
-
‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
-
গুরবাজের সেঞ্চুরি, রশিদ-ঝড়ে জিতল আফগানিস্তান
-
ভারতের বিপক্ষে ফিরছেন স্টোকস-আর্চার
-
ঘাম ঝরানোর দাম পেয়েছেন হাসান
-
অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- ‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
- দেড়শর নিচে শেষ ওয়েস্ট ইন্ডিজ
- গুরবাজের সেঞ্চুরি, রশিদ-ঝড়ে জিতল আফগানিস্তান