দ. আফ্রিকা টেস্ট দলে দুই নতুন মুখ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন ড্যারিন দুপাভিলন ও ওটনিয়েল বার্টমান। প্রথমবারের মতো দেশের হয়ে লাল বলের ক্রিকেট খেলার সুযোগ এলো এই দুই পেসারের সামনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2021, 02:15 PM
Updated : 8 Jan 2021, 02:15 PM

১৩ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। সাদা পোশাকের সিরিজের জন্য শুক্রবার ২১ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের দল থেকে চোটের জন্য বাদ পড়েছেন তিন জন। দুই পেসার গ্লেন্টন স্টুয়ারম্যান ও মিগেল প্রিটোরিয়াসের সঙ্গে পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না টপ অর্ডার ব্যাটসম্যান রায়নার্ড ফন টোন্ডের।

শ্রীলঙ্কার বিপক্ষে কুঁচকির চোটে কাগিসো রাবাদা ও হ্যামস্ট্রিং চোটে ডোয়াইন প্রিটোরিয়াস খেলতে পারেননি। সেরে ওঠা এই দুইজন পাকিস্তান সফরে খেলতে প্রস্তুত।

এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন দুপাভিলন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। এবার টেস্ট খেলার অপেক্ষায় ৫৯ প্রথম শ্রেণির ম্যাচে ১৮৯ উইকেট নেওয়া ২৬ বছর বয়সী এই পেসার।

২৭ বছর বয়সী বার্টমান খেলেননি কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২৮টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ৮২টি। লিস্ট ‘এ’ ২৩ ম্যাচে ৩৭ ও টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট।

আগামী ১৬ জানুয়ারি পাকিস্তানে যাবে দক্ষিণ আফ্রিকা দল। এরপর নির্দিষ্ট সময় থাকতে হবে তাদের কোয়ারেন্টিনে। ২৬ জানুয়ারি করাচিতে শুরু হবে প্রথম টেস্ট। পরের টেস্ট রাওয়ালপিন্ডিতে, ৪ ফেব্রুয়ারি থেকে।

টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে লাহোরে। যথাক্রমে ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি হবে ম্যাচ তিনটি।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি, ডিন এলগার, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডাসেন, আনরিক নরকিয়া, ভিয়ান মুল্ডার, লুথো সিপামলা, বিউরান হেনড্রিকস, কাইল ভেরেইন, স্যারেল ইরউই, কিগান পিটারসেন, তাবরাইজ শামসি, জর্জ লিন্ডে, ড্যারিন দুপাভিলন, ওটনিয়েল বার্টমান।