ভালো করার ‘চেষ্টা থাকবে’ সাকিবের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2020 05:47 PM BdST Updated: 10 Dec 2020 05:47 PM BdST
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠের ক্রিকেটে ফিরলেও পারফর্মার সাকিবের দেখা মেলেনি এখনও। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের গোটা প্রাথমিক পর্বে আশ্চর্যরকম নিষ্প্রভ এই অলরাউন্ডার। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে তিনি বললেন, চেষ্টা করবেন দ্রুত ঘুরে দাঁড়ানোর।
এক বছরের নিষেধাজ্ঞা শেষে এই টুর্নামেন্ট দিয়েই ফিরেছেন সাকিব। প্লেয়ার্স ড্রাফটে জেমকন খুলনা নিজেদের প্রথম ডাকেই দলে নিয়েছিল তাকে। তার কাছে প্রত্যাশা বরাবরের মতোই ছিল আকাশচুম্বি। কিন্তু তিনি এখনও পর্যন্ত পারেননি তা পূরণ করতে।
প্রাথমিক পর্বে ৮ ইনিংসে ৭৬ বল খেলে সাকিবের রান ৮২, গড় ১০.২৫। সর্বোচ্চ ইনিংস ১৫ রানের। বল হাতে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৭৩। তবে ৮ ম্যাচে মোটে ৫ উইকেট তার নামের পাশে যথেষ্টই বেমানান। চারটি ম্যাচে ছিলেন উইকেটশূন্য।
দীর্ঘ বিরতির পর ছন্দ পেতে সময় লাগাটা অস্বাভাবিক নয়। তবে সাকিবের মতো একজনের ৮ ম্যাচেও জ্বলে উঠতে না পারা বিস্ময়কর বটে।
বেক্সিমকো ঢাকার তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ বৃহস্পতিবার সাকিবের প্রথম ওভারেই ছক্কা মারেন চারটি। ব্যাটে-বলে আরেকটি ব্যর্থ এই ম্যাচের পর নিজের পারফরম্যান্সের উন্নতির আশা সাকিব ছেড়ে দিলেন সময়ের হাতে।
“জানি না…দেখি, কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। বাকিটা দেখা যাক…।”
সাকিব যে দলে খেলছেন, কাগজে-কলমে টুর্নামেন্টের সবচেয়ে তারকাবহুল দল নিয়েও সেই খুলনা টুর্নামেন্টে অধারাবাহিক। শীর্ষ চারে থাকা নিশ্চিত হলেও প্রাথমিক পর্বে শেষ দুই ম্যাচই তারা হেরেছে। সাকিবের আশা, কোয়ালিফায়ারে তারা ঘুরে দাঁড়াতে পারবেন।
“টি-টোয়েন্টি যেহেতু মোমেন্টামের ব্যাপার, সেহেতু প্রভাব পড়তেই পারে (হারের প্রভাব সামনে ম্যাচগুলিতে)। তবে তিন দিন বিরতি আছে আমাদের এখন। আমরা গুছিয়ে নিয়ে আবার নতুন ভাবে শুরুর চেষ্টা করব। একটা ম্যাচেরই ব্যাপার (ঘুরে দাঁড়ানো)। যদি আমরা আমাদের ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভালো ফল সম্ভব।”
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি