সেঞ্চুরির কাছে উইলিয়ামসন, বড় রানের পথে নিউ জিল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2020 02:25 PM BdST Updated: 03 Dec 2020 02:25 PM BdST
-
ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেট
-
ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেট
-
ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেট
আউটফিল্ড থেকে পিচ প্রায় আলাদাই করা যাচ্ছিল না। ভীতি ছড়াচ্ছিলেন ক্যারিবিয়ান পেসাররা। বৃষ্টির জন্য কন্ডিশন হয়ে গিয়েছিল আরও কঠিন। দুটি মাস্টারক্লাস ইনিংসে কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম দেখালেন কীভাবে জয় করতে হয় সব প্রতিকূলতা। তাদের ব্যাটে হ্যামিল্টন টেস্টে বড় ইনিংস গড়ার ভিত পেয়ে গেছে নিউ জিল্যান্ড।
প্রথম টেস্টের শুরুর দিন শেষে দুই ওপেনারকে হারিয়ে ৭৮ ওভারে ২৪৩ রান করেছে নিউ জিল্যান্ড। সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে উইলিয়ামসন, ব্যাট করছেন ৯৭ রানে। তার ২১৯ বলের ইনিংস গড়া ১৬ চারে।
রস টেইলর খেলছেন ৩১ রানে। এরই মধ্যে জমে গেছে দলের সেরা দুই ব্যাটসম্যানের জুটি। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে তারা যোগ করেছেন ৭৫ রান।

ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেট
শুরুতে উইকেট নেওয়ার সুবিধা কাজে লাগাতে পারেনি সফরকারীরা। মাটি কামড়ে পড়েছিলেন ল্যাথাম। ছেড়ে গেছেন বলের পর বল। তবে ক্যারিবিয়ানরা লাইন, লেংথে ভুল করলেই তুলে নিয়েছেন ফায়দা। বাউন্ডারিতে বাড়িয়েছেন রান।
উইলিয়ামসন যথারীতি খেলেছেন আস্থার সঙ্গে। টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকা অধিনায়ক ফিরেছেন সতেজ হয়ে। বিরুদ্ধ কন্ডিশনে আরও একবার দেখিয়েছেন কেন তাকে সময়ের সেরাদের ছোট্ট তালিকায় রাখা হয়।
সবুজ উইকেট পেয়ে একটু বেশিই রোমাঞ্চিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। ভালো বলের ফাঁকে বেশ কিছু আলগা বলও করেছেন তারা। যেগুলো সরিয়ে দিয়েছে চাপ।

ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেট
৩০৯ বলে জুটির রান দেড়শ ছাড়ানোর পর এগোতে পারেনি বেশিদূর। চমৎকার এক ডেলিভারিতে ল্যাথামকে বোল্ড করে ১৫৪ রানের জুটি ভাঙেন কেমার রোচ। ১৮৪ বলে খেলা স্বাগতিক ওপেনারের ৮৬ রানের ইনিংসে ১২ চারের পাশে একটি ছক্কা।
সেটাই দিনের শেষ সাফল্য। টেইলর ক্রিজে আসার পর বেড়েছে রানের গতি। উইলিয়ামসনও এগিয়ে যাচ্ছেন ২২তম টেস্ট সেঞ্চুরির দিকে। সবুজ উইকেটে ক্যারিবিয়ান পেসারদের হুমকি সামাল দিয়ে নিউ জিল্যান্ড গড়ছে রান পাহাড়।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৪৩/২ (ল্যাথাম ৮৬, ইয়াং ৫, উইলিয়ামসন ৯৭*, টেইলর ৩১*; রোচ ১৫-৩-৫৩-১, গ্যাব্রিয়েল ১৭-৫-৬২-১, হোল্ডার ১৯-৮-২৫-০, জোসেফ ১৭-৬-৪৩-০, চেইস ৯-০-৪২-০, ব্র্যাথওয়েট ১-০-২-০)
-
শেষ ওয়ানডেতেও অনেক চাওয়া বাংলাদেশের
-
চেনা অস্ত্রে ঘায়েল হওয়ার আক্ষেপ উইন্ডিজ কোচের
-
রুট ১৮৬, এম্বুলদেনিয়ার ৭ উইকেট
-
শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
-
বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে বোলিংয়ের দিকে তাকিয়ে উইন্ডিজ
-
রহমতের সেঞ্চুরিতে সিরিজ আফগানদের
-
হতাশার প্রহর কাটিয়ে স্বপ্নের ঠিকানায় হাসান
-
করাচি টেস্টে পাকিস্তান দলে নতুনের ছড়াছড়ি
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- আলাভেসকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল
- এশিয়ার ‘মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার
- টিভি সূচি (রোববার, ২৪ জানুয়ারি ২০২১)
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- তামিম তাকিয়ে আরও ১০ পয়েন্টে