সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

সংযুক্ত আরব আমিরাতের আমির হায়াত ও আশফাক আহমেদকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। দুর্নীতি বিরোধী আইনের পাঁচটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2020, 12:48 PM
Updated : 13 Sept 2020, 01:08 PM

বিবৃতি দিয়ে রোববার ৩৮ বছর বয়সী মিডিয়াম পেসার আমির ও ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান আশফাককে নিষিদ্ধ করার কথা জানায় আইসিসি।

এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে আছে আন্তর্জাতিক ম্যাচ পাতানোর চেষ্টা বা ম্যাচের ফল অন্যায়ভাবে প্রভাবিত করার চেষ্টা, অন্যায় প্রস্তাব পেয়েও আইসিসি দুর্নীতি বিরোধী ইউনিটকে বিস্তারিত না জানানো।

গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব চলাকালে আশফাককে নিষিদ্ধ করে আমিরাতের ক্রিকেট বোর্ড। তবে এই টপ অর্ডার ব্যাটসম্যানের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনেনি বোর্ড।

সংযুক্ত আরব আমিরাতের হয়ে ১৬টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন আশফাক, আমির খেলেছেন ৯ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি।

রোববার থেকে আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে পারবেন দুই ক্রিকেটার।