সুইডেনের কোচ হলেন রোডস

কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জন্টি রোডস। সুইডেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী নভেম্বরে দলটির সঙ্গে কাজ শুরু করতে স্বপরিবারে দেশটিতে পাড়ি জমাবেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এই ফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 11:24 AM
Updated : 10 Sept 2020, 12:37 PM

এক বিবৃতি দিয়ে বৃহস্পতিবার রোডসের সঙ্গে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করে সুইডিশ ক্রিকেট ফেডারেশন।

সুইডিশ বোর্ড জানায়, গত দুই বছরে দেশটিতে ক্রিকেটে অংশগ্রহণের হার ৩০০ শতাংশ বেড়েছে। ক্রিকেট সেখানে দ্বিতীয় দ্রুত বর্ধমান খেলা। দেশটির জুনিয়র ক্রিকেট ও হাই পারফরম্যান্স ক্রিকেট নিয়ে বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে রোডসের সঙ্গে চুক্তি করেছে তারা।    

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫২ টেস্ট ও ২৪৫ ওয়ানডে খেলা রোডস নিজ দেশের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। আইপিএলে দীর্ঘ দিন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে থাকার পর এখন আছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচের দায়িত্বে। নতুন অধ্যায় শুরু করার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ৫১ বছর বয়সী রোডস।

“পরিবারসহ সুইডেনে যাওয়া এবং সুইডিশ ক্রিকেটের সঙ্গে কাজ করার জন্য আমি রোমাঞ্চিত। সুযোগটি সঠিক সময়ে এসেছে। সম্পূর্ণ নতুন পরিবেশে আমার মেধা বিনিয়োগ করতে পারার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। কাজ শুরু করতে তর সইছে না।”