কোহলির সঙ্গে কঠিন লড়াইয়ের অপেক্ষায় অ্যান্ডারসন

ইংল্যান্ডে দুইবারের সফরে দেখা গেছে বিরাট কোহলির দুই রকম চেহারা। একবার তিনি নাস্তানাবুদ হয়েছেন ইংলিশদের সুইং বোলিংয়ে। আরেকবার প্রমাণ রেখেছেন ব্যাটসম্যানশীপে উৎকর্ষতার। এবার কোহলির সঙ্গে আরেকদফা কঠিন লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন জেমস অ্যান্ডারসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 03:03 AM
Updated : 31 August 2020, 03:03 AM

ইংল্যান্ডে কোহলির দুই সফর নিয়েই আলোচনা হয়েছে অনেক। ২০১৪ সালে ইংল্যান্ডে গিয়ে স্রেফ খাবি খেয়েছেন এই ভারতীয় ব্যাটসম্যান, ১০ ইনিংসে করতে পেরেছিলেন কেবল ১৩৪ রান। বারবার আউট হয়েছেন সুইংয়ে। চার বছর পর সেই কোহলিই জয় করেছেন ইংল্যান্ড। ৫৯৩ রান করে হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী।

৩৮ বছর বয়সী অ্যান্ডারসন কদিন আগে ছুঁয়েছেন ৬০০ টেস্ট উইকেটের মাইলফলক। এবার তিনি তাকিয়ে নতুন চ্যালেঞ্জের দিকে। আগামী বছর আবার ইংল্যান্ড সফরে যাবে ভারত। ‘টেস্ট ম্যাচ স্পেশাল পডকাস্ট’-এ অ্যান্ডারসন জানালেন, ওই সিরিজে আরেকবার বোঝাপড়া করতে চান কোহলির সঙ্গে।

“ ওই মানের একজন ব্যাটসম্যানের বিপক্ষে কাজটা সবসময়ই কঠিন। ২০১৪ সালের সিরিজে তার বিপক্ষে সাফল্য পেয়েছিলাম আমি। ২০১৮ সালে সে ফিরল পুরো ভিন্ন এক ব্যাটসম্যান হয়ে, যা ছিল অবিশ্বাস্য। সেদিক থেকে সামনেও এটি হবে অনেক কঠিন লড়াই।”

“তবে সেরাদের বিপক্ষে লড়াই আমি উপভোগ করি। বোলার হিসেবে সবসময় চাওয়া থাকে সেরা ব্যাটসম্যানকে আউট করা।”

২০১৪ ও ২০১৮ সালের কোহলির মধ্যে যে পার্থক্য দেখেছন, সেটিও তুলে ধরলেন অ্যান্ডারসন।

“ ২০১৮ সালের সিরিজে সে বল ছেড়েছে খুব ভালো। প্রথমবার (২০১৪) যখন এখানে এলো, আমি যখন আউটসুইঙ্গার করছিলাম, সে একটু দ্রুতই তাড়া করছিল, এজন্যই ব্যাটের কানা নিচ্ছিল এবং স্লিপে যাচ্ছিল বল।”

“ কিন্তু পরেরবার সে বল ছেড়েছে অনেক ভালোভাবে এবং ধৈর্য দেখিয়েছে অনেক। বল নিজের কাছে আসার জন্য অপেক্ষা করেছে, কারণ লেগ সাইডে সে অনেক শক্তিশালী ও সেটিকে কাজে লাগিয়েছে। যখন থিতু হয়েছে, এরপর আরেকটু হাত খুলে খেলেছে। তার সার্বিক মান, মানসিকতা থেকে শুরু করে টেকনিক্যাল দিক, সব ভালো ছিল পরেরবার।”