সৌরভকে নিয়ে গাভাস্কারের চাওয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2020 05:49 PM BdST Updated: 27 Jul 2020 05:49 PM BdST
সাবেক ক্রিকেটারদের অনেকেই আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে দেখতে চান সৌরভ গাঙ্গুলিকে। সাবেক ভারতীয় অধিনায়ক সুনিল গাভাস্কারের চাওয়াটা অবশ্য ভিন্ন। অন্তত ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে সৌরভকে চান তিনি।
গত বছরের অক্টোবরে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব নেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ। ২৭ জুলাই শেষ হওয়ার কথা তার দায়িত্বের মেয়াদ।
বোর্ডের গঠনতন্ত্রের এখনকার ধারা অনুযায়ী, পরপর দুই মেয়াদে কেউ রাজ্য ও কেন্দ্রীয় ক্রিকেট সংস্থার দায়িত্বে থাকলে এরপর বাধ্যতামূলকভাবে তিন বছরের ‘কুলিং অফ’ পিরিয়ডে থাকতে হবে। বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার আগে ৫ বছরের বেশি সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) দায়িত্বে ছিলেন সৌরভ।

মিড ডে তে নিজের কলামে রোববার গাভাস্কার তুলে ধরলেন, কেন তিনি সৌরভকে আরও তিন বছর বোর্ড প্রধানের দায়িত্বে দেখতে চান।
“ব্যক্তিগতভাবে, আমি সৌরভ ও তার সহযোগীদের ভারতে হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপের শেষ পর্যন্ত বোর্ডের দায়িত্বে দেখতে চাই। তবে দেখা যাক আদালত কী রায় দেয়। যেভাবে একটা কঠিন সময়ে ভারত দলকে টেনে তুলে ক্রিকেটপ্রেমীদের মনে বিশ্বাস ফিরিয়েছিল সৌরভ, ঠিক একইভাবে সে ও তার সহকর্মীরা বিসিসিআইয়ের প্রশাসনকেও সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম বলে মনে করি।”
-
সিরাজের প্রতিটি উইকেট প্রয়াত বাবার জন্য
-
সিরিজ জয়ের ম্যাচে আরও কিছু চাইবে বাংলাদেশ
-
‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
-
গুরবাজের সেঞ্চুরি, রশিদ-ঝড়ে জিতল আফগানিস্তান
-
ভারতের বিপক্ষে ফিরছেন স্টোকস-আর্চার
-
হেরে যাওয়া ম্যাচ আশা দেখাচ্ছে ক্যারিবিয়ানদের
-
ঘাম ঝরানোর দাম পেয়েছেন হাসান
-
একই পিচের অপেক্ষায় উইন্ডিজ
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো
- ‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- সিরিজ জয়ের ম্যাচে আরও কিছু চাইবে বাংলাদেশ