শুক্রবার ইংল্যান্ড যাচ্ছেন হাফিজ-ওয়াহাবরা

ইংল্যান্ডের উদ্দেশে আগামী শুক্রবার দেশ ছাড়বেন মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হাসনাইন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2020, 11:56 AM
Updated : 1 July 2020, 12:38 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড বুধবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে খবরটি জানায়।

ম্যানচেস্টারে পৌঁছানোর পর প্রথম দফায় ইংল্যান্ডে যাওয়া ২০ সদস্যের দলের সঙ্গে যোগ দিতে ওরচেস্টারে যাবেন তারা। সেখানে আরও একবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে তাদের।

পিসিবির প্রথম দফার করোনাভাইরাস পরীক্ষায় মোট ১০ ক্রিকেটারের পজিটিভ এসেছিল। এরপর হাফিজ নিজ উদ্যোগে পুনরায় পরীক্ষা করান এবং ফল নেগেটিভ আসে। ওই ঘটনার পর সবাইকে আবারও পরীক্ষা করায় বোর্ড। দ্বিতীয়বারের পরীক্ষায় হাফিজসহ ৬ জনের ফলাফল নেগেটিভ আসে।

কিন্তু গত রোববার দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়ার অনুমতি পাননি তারা। সোমবার করানো পরীক্ষায় আরও একবার নেগেটিভ আসায় ইংল্যান্ডে যাওয়ার অনুমতি পায় এই ৬ জন।

আর করোনা পজিটিভ আসা ক্রিকেটাররা বর্তমানে ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন। পরপর দুই বার নেগেটিভ ফলাফল আসার সাপেক্ষে তাদেরকে ইংল্যান্ডে পাঠানো হবে বলে জানিয়েছে পিসিবি।

সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী ৩০ জুলাই লর্ডসে শুরু হবে প্রথম টেস্ট।