২৪ বছর বয়সী এই কিপার ব্যাটসম্যান খেলবেন ডেজার্ট ভাইপারসের হয়ে।
নাসিমের একটি মন্তব্য ঘিরেই আলোচনার শুরু। কয়েকদিন আগে পাকিস্তানের ১৭ বছর বয়সী ফাস্ট বোলার বলেছেন, কোহলির প্রতি শ্রদ্ধা থাকলেও ভয় নেই তার। ভারতের বিপক্ষে খেলতে তিনি মুখিয়ে আছেন।
সেটির সূত্র ধরেই সাবেক ব্যাটসম্যান ফয়সাল টুইটারে করেছেন চমক জাগানিয়া মন্তব্য।
“ বিরাট গ্রেট ব্যাটসম্যান, তবে তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের উঠতি ফাস্ট বোলার নাসিমের যে গতি ও সুইং, বিরাট তার ‘বানি’ হয়ে উঠবে যে কোনো সময়! ভবিষ্যতে এই লড়াই দেখতে মুখিয়ে আছি।”
ফয়সাল পাকিস্তানের হয়ে খেলেছেন ২৬ টেস্ট ও ১৮ ওয়ানডে। তার আরেকটি পরিচয়, কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের ভাগ্নে তিনি। ফয়সালের একমাত্র টেস্ট সেঞ্চুরি ভারতের বিপক্ষেই।