মাশরাফি যেদিন গতির ঝড় তুলেছিলেন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2020 12:46 PM BdST Updated: 24 May 2020 03:09 PM BdST
অসংখ্য চোটের ছোবল আর অনেক আঘাতে মাশরাফি বিন মুর্তজা হয়ে গেছেন স্রেফ মিডিয়াম পেসার। অনেকেরই জানা নেই, কিংবা মনে থাকে না, একসময় তিনি ছিলেন গতি তারকা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারদের একজন তিনি। সেই স্মৃতি কিছুটা ফিরিয়ে আনলেন তামিম ইকবাল। মাশরাফির কাছ থেকে তামিম শুনলেন সবচেয়ে গতিময় স্পেলের গল্প।
বাংলাদেশ ক্রিকেটে গতির ঝড় তুলে আবির্ভাব হয়েছিল মাশরাফির। আগ্রাসী রান আপে আগুন ঝরা বোলিংয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের কোনো ফাস্ট বোলার এত জোরে বল করতে পারেন, মাশরাফিই দেখিয়েছিলেন প্রথম।
ফেইসবুক লাইভে শনিবার রাতে চার সিনিয়র ক্রিকেটারের আড্ডায় উঠে এলো সেই প্রসঙ্গ। তামিম জানতে চাইলেন, “মাশরাফি ভাই, একটা স্পেলের কথা বলুন, যেটায় আপনি সবচেয়ে জোরে বল করেছেন। এতটা জোরে আর কখনও করেননি। মনে পড়ে কোন স্পেল?”
মাশরাফির খুব বেশি সময় লাগেনি মনে করতে।
“নিউ জিল্যান্ডে ক্রিস কেয়ার্নস, অ্যাডাম প্যারোরে ও ক্রেইগ ম্যাকমিলানকে করেছিলাম যে স্পেলটি, ২০০১ সালে (হ্যামিল্টন টেস্টে)। ১৪০ কিলোমিটারের বেশি সবসময় ছিল। আর কিছু কিছু বল ছিল ১৪৫, ১৪৬…সব বলের গতি তো সমান থাকে না। সেদিন ১৪৭-১৪৮ পর্যন্ত গিয়েছিল। তবে ১৪০ কিলোমিটারের ওপর টানা করেছি প্রায় ৭ ওভারের স্পেল, চা-বিরতির পর।”
কথার সূত্র ধরে মুশফিক স্মৃতির ডানায় ভেসে ফিরে গেলেন তার প্রথম মাশরাফিকে দেখার দিনটায়।
“বিকেএসপিতে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের সময় দেখেছি মাশরাফি ভাইকে, আমরা তখন বল বয় ছিলাম। দেখেছি কত জোরে বল করেন। অত জোরে বল জীবনে দেখিনি। রান আপও ছিল বিশাল, এত জোরে বল আগে কখনও কাউকে করতে দেখিনি।”
“সেদিন তিনি ফিফটিও করেছিলেন। আমি একটা বল ধরেছিলাম মাঠের বাইরে। দারুণ খুশি ছিলাম যে মাশরাফি ভাইয়ের বল ধরেছি।”
-
শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
-
কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
-
রিজওয়ান ও বোলারদের নৈপুণ্যে জিতল পাকিস্তান
-
শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
-
তামিমের হতাশাময় বিদায়, শান্তর নির্ভরতা
-
৫ বছরের জন্য নিষিদ্ধ আমিরাতের পেসার কাদির
-
টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
-
ক্যাচিং অনুশীলন করিয়ে সেঞ্চুরি হাতছাড়া তামিমের
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- আগের নিয়মেই চলবে ব্যাংক ও পুঁজিবাজার