টি-টোয়েন্টির দাপটে উদ্বিগ্ন নিউ জিল্যান্ডের কিংবদন্তি

ক্রিকেটে টি-টোয়েন্টির প্রভাব দেখে বিরক্ত গ্লেন টার্নার। নিউ জিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যানের মতে, টি-টোয়েন্টির দাপটে ক্রিকেট আজ সঙ্কটময় অবস্থায় পড়ে গেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 03:15 PM
Updated : 20 April 2020, 05:24 PM

লিন ম্যাককনেলের সঙ্গে যৌথভাবে লেখা নতুন বই ‘ক্রিকেটেস গ্লোবাল ওয়ার্মিং’- এ ৭২ বছর বয়সী টার্নার তার শঙ্কার কথা জানান। 

“আমাকে সবচেয়ে বেশি যেটা উদ্বিগ্ন করে, ওরা পুঁজিবাদের পথ বেছে নিয়েছে। যেখানে অর্থ সব নিয়ন্ত্রণ করে এবং টি-টোয়েন্টি ক্রিকেট এই পর্যায়ে কর্তৃত্ব করছে। আমি খেলাটার যে সংস্করণকে অর্থবহ মনে করি, তা কার্যত নেপথ্যে চলে গেছে।” 

টার্নারের মতে, ক্রিকেট ভারসাম্যপূর্ণ অবস্থায় নেই। করোনাভাইরাসের জন্য খেলাটা এখন বন্ধ রয়েছে। ক্রিকেটের ভবিষ্যৎ ঠিক করতে ক্ষমতাধরদের জন্য এটি ভালো সময় বলে মনে করছেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক।

“উপরের সারিতে আরও বেশি অর্থ যাচ্ছে। এটা অনেকটা সমাজের মতো যেখানে, ধনী ও গরীবের মধ্যে ব্যবধান বাড়ছে। আশা করি, এই মহামারীর পর ব্যাপারগুলো পুনর্মূল্যায়ন করা হবে।”