দ. আফ্রিকার শ্রীলঙ্কা সফর স্থগিত

সফর সূচির এখনও বেশ দেরি আছে। তবে পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ না থাকায় আগেভাগেই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্থগিত করেছে শ্রীলঙ্কা সফর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 10:39 AM
Updated : 20 April 2020, 12:06 PM

জুনের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল কুইন্টন ডি ককদের।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাক ফাউল সোমবার সফর স্থগিতের কথা নিশ্চিত করেন।

“এটা খুবই দুঃখজনক যে অনিচ্ছা সত্ত্বেও এই পদক্ষেপ নিতে হয়েছে। ক্রিকেট স্বাভাবিকরূপে ফিরলে এবং আমাদের আন্তর্জাতিক সূচি অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা সফরটির সূচি আবার করব।”

এর আগে শ্রীলঙ্কা সফরে এসে না খেলেই দেশে ফিরে যায় ইংল্যান্ড। করোনাভাইরাসের জন্য থমকে গেছে সব ধরনের ক্রিকেট। স্থগিত হয়েছে সিরিজ, টুর্নামেন্ট।

শ্রীলঙ্কা সফর দিয়ে আইসিসি ওয়ানডে লিগে দক্ষিণ আফ্রিকার যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ ও আসন্ন ওয়ানডে লিগ নিয়ে শঙ্কা ক্রমশ বাড়ছে।