লম্বা মেয়াদের দায়িত্বে স্মিথ

দুঃসময়ে ভারপ্রাপ্ত ক্রিকেট পরিচালকের দায়িত্ব নেওয়া গ্রায়েম স্মিথকে এই পদে স্থায়ী করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আগামী দুই বছর দায়িত্বে থাকবেন দেশটির ইতিহাসের সফলতম অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2020, 09:59 AM
Updated : 17 April 2020, 12:07 PM

গত ডিসেম্বরের মাঝামাঝি তিন মাসের জন্য যোগ দেওয়া স্মিথ নতুন মেয়াদে থাকবেন ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত।

আইপিএলের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে চুক্তিভুক্ত থাকায় শুরুতে স্থায়ী দায়িত্ব নিতে চাননি স্মিথ। কিন্তু করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।

স্থায়ীভাবে দায়িত্ব পাওয়া স্মিথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভবিষ্যৎ পরিকল্পনার কাজটি এখন তার জন্য সহজ হয়ে গেছে।

১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের বাজে সময়ে নেতৃত্ব পেয়ে দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলেছিলেন স্মিথ। এবার আরেকটি খারাপ সময়ে দেশের ক্রিকেটকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জ তার সামনে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৭ টেস্ট ও ১৯৭ ওয়ানডে খেলেছেন স্মিথ। ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক তিনি, দেশকে যিনি নেতৃত্ব দিয়েছেন একশ টেস্টে (১০৯)। সবচেয়ে বেশি টেস্ট জয়ে (৫৩) নেতৃত্ব দেওয়ার বিশ্ব রেকর্ডও তার।