স্মিথ নেতৃত্বে ফিরলে সমর্থন দেবেন পেইন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2020 09:27 PM BdST Updated: 31 Mar 2020 09:51 PM BdST
-
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
স্টিভেন স্মিথের নেতৃত্বের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতেই শুরু হয়েছে গুঞ্জন-আবারও কি পুরনো দায়িত্বে ফিরবেন তিনি? অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের অনেকে প্রয়োজনে তার কাঁধে দলের নেতৃত্বভার দেওয়ার পক্ষে। দলটির বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইনও জানালেন, সাবেক অধিনায়ক নেতৃত্বে ফিরলে তাকে পুরো সমর্থন দেবেন তিনি।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ। আর নেতৃত্বে নিষেধাজ্ঞা পেয়েছিলেন দুই বছর। এরপর থেকে অস্ট্রেলিয়া টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন ৩৫ বছর বয়সী পেইন।
নিষেধাজ্ঞা কাটিয়ে গত অ্যাশেজে ২২ গজে ফেরেন স্মিথ। আর গত রোববার শেষ হয়েছে তার নেতৃত্বের নিষেধাজ্ঞা। ৩০ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান এবার নেতৃত্বে ফিরলে খুশিই হবেন পেইন।
“আইপিএলে সে রাজস্থান রয়্যালস ও দা হান্ড্রেডে ওয়েলস ফায়ার দলের অধিনায়ক; এটা এমন কিছু যা সে করতে ভালোবাসে।”
“যদি স্টিভ স্মিথ সিদ্ধান্ত নেয় যে এই পথে (অধিনায়ক) সে যেতে চায়, আমি তাকে আবারও এ কাজ করতে পুরোপুরি সমর্থন দেব।”
২০১৮ সালের মার্চে পেইন অধিনায়ক হওয়ার পর থেকে অস্ট্রেলিয়া টেস্টে ১০ জয়ের বিপরীতে হেরেছে ছয়টি, একটি ড্র। নিজেদের মাঠে পাকিস্তানকে ২-০ ও নিউ জিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তারা।
স্মিথ নেতৃত্বের স্বাদ প্রথম পেয়েছিলেন ২০১৪ সালে, বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্রিজবেন টেস্টে। তার সুযোগটি এসেছিল সেই সময়ের অধিনায়ক মাইকেল ক্লার্কের হ্যামস্ট্রিং চোটে। প্রথম টেস্টের পর ক্লার্ক ছিটকে পড়ায় বাকি তিন টেস্টে নেতৃত্ব দেন স্মিথ।
তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ৩৪টি টেস্ট খেলে ১৮টিতে জয়ের স্বাদ পায়, ১০টি হারের সঙ্গে ছিল ৬টি ড্র। ৫১ ওয়ানডেতে ২৫টি জয়, ২৩ হার। ৮ টি-টোয়েন্টিতে ৪টি করে জয়-পরাজয়।
নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার সিরিজে দুর্দান্ত ছিলেন স্মিথ। গত বছরের সেই অ্যাশেজে ১১০.৫৭ গড়ে ৭৭৪ রান করে ইংল্যান্ডের বেন স্টোকসের সঙ্গে যুগ্মভাবে হন প্লেয়ার অব দা সিরিজ।
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি