‘এ প্লাস’ গ্রেডে সৌম্য, পারিশ্রমিক ৪ লাখ টাকা

প্রথম ঘোষিত চুক্তির তালিকায় নামই ছিল না সৌম্য সরকারের। চুক্তির গ্রেড ঘোষণার তালিকায় সেই ক্রিকেটারকেই দেখা গেল সাদা বলের শীর্ষ ক্যাটাগরিতে। ‘এ প্লাস’ গ্রেডে সৌম্যর পারিশ্রমিক মাসে ৪ লাখ টাকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2020, 01:32 PM
Updated : 11 March 2020, 05:17 AM

বোর্ড সভা শেষে রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, ১৬ ক্রিকেটারকে রাখা হয়েছে এই বছরের চুক্তির তালিকায়। পরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, কাটছাঁট করতে গিয়ে বাদ পড়ে গেছে সৌম্যর নাম। মঙ্গলবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। এই বাঁহাতি ব্যাটসম্যানকে নিয়ে চুক্তিতে থাকছেন এবার মোট ১৭ জন।

প্রথমবারের মতো এবার লাল ও সাদা বলের আলাদা চুক্তি করেছে বোর্ড। দুটিতেই শীর্ষ ক্যাটাগরিতে আছেন কেবল দুই জন, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

দুই ক্যাটাগরিতে যারা আছেন, তারা দুটির পুরো অর্থ পাবেন না। নিজের ওপরে থাকা ক্যাটাগরির পুরো অর্থ পাবেন, আর অন্য ক্যাটাগরির পাবেন অর্ধেক।

লাল-সাদা মিলিয়ে তামিম ও মুশফিকের মাসিক পারিশ্রমিক তাই হবে ৬ লাখ টাকা। তাইজুল সেখানে লাল বলের 'বি' গ্রেডের জন্য ২ লাখ আর সাদা বলের 'ডি' গ্রেডের জন্য পাবেন ৫০ হাজার (১ লাখের অর্ধেক), মোট আড়াই লাখ টাকা।

সৌম্যর সঙ্গে শুধু সাদা বলের শীর্ষ ক্যাটাগরিতে আছেন মাহমুদউল্লাহ। এই দুজনের কেউ নেই লাল বলের চুক্তিতে।

লাল-সাদা দুই চুক্তিতে থাকা লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ দুটিতেই আছেন ‘বি’ গ্রেডে। শুধু সাদা বলের চুক্তিতে থাকা মুস্তাফিজুর রহমানও আছেন এই গ্রেডেই। নাজমুল হোসেন শান্ত দুটিতেই আছেন ‘ডি’ গ্রেডে।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন শুধু লাল বলের চুক্তিতে। ‘এ’ গ্রেডের তিনি একমাত্র প্রতিনিধি।
 
এ প্লাস: (মাসিক পারিশ্রমিক ৪ লাখ)
 
লাল বল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল
 
সাদা বল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার
 
এ: (মাসিক পারিশ্রমিক ৩ লাখ)
 
লাল বল: মুমিনুল হক
 
সাদা বল: নেই
 
বি: (মাসিক পারিশ্রমিক ২ লাখ)
 
লাল বল: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম
 
সাদা বল: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান
 
সি: (মাসিক পারিশ্রমিক দেড় লাখ)
 
লাল বল: নেই
 
সাদা বল: মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন
 
ডি: (মাসিক পারিশ্রমিক ১ লাখ)
 
লাল বল: মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরি
 
সাদা বল: তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ