নিজের জায়গা ধরতে চেয়েছিলেন সৌম্য
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2020 10:59 PM BdST Updated: 10 Mar 2020 04:58 PM BdST
বিচরণ করতে ভালো লাগে টপ অর্ডারে। কিন্তু কখনও নিজের গন্তব্য খুঁজে না পাওয়া, কখনও দলের চাওয়া মিলিয়ে পছন্দের জায়গাটা হারিয়ে ফেলেছিলেন সৌম্য সরকার। এবার সেই প্রিয় পজিশনে খেলেই করেছেন রান। তাতেই ফিরেছে আশা। এবার আর জায়গাটা হারাতে চান না এই বাঁহাতি ব্যাটসম্যান।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন সৌম্য। তিন নম্বরে নেমে খেলেছেন ৩২ বলে অপরাজিত ৬২ রানের বিধ্বংসী ইনিংস, এই সংস্করণে যা তার ক্যারিয়ার সেরা।
বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল পাকিস্তানে। সেখানে সৌম্য প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ছয়ে, পরেরটিতে সাতে। দুই ম্যাচেই তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন ১৮তম ওভারে, প্রভাব রাখার সুযোগ খুব বেশি ছিল না।
জিম্বাবুয়ের বিপক্ষে সোমবার আবার তাকে উঠিয়ে আনা হয় তিনে। সৌম্য প্রতিদান দিয়েছেন ম্যাচ জেতানো ইনিংস খেলে। ম্যাচের পর জানালেন, সুযোগটি তিনি হারাতে চাননি।
“আমি তো সবসময় টপ অর্ডার ব্যাটসম্যানই। দলের প্রয়োজনে নিচে ব্যাট করতে হয়েছে। চেষ্টা করেছি যে, যখন যেখানে খেলি, নিজেকে প্রমাণ করার। অনেক দিন পর আজকে তিনে ব্যাট করেছি। চাওয়া ছিল যেন নিজের জায়গাটা আবার ধরতে পারি। সেটিই মাথায় ছিল।”

সেই সিরিজে বড় ইনিংস খেলতে পারলে জায়গা হারাতে হতো না, উপলব্ধি করতে পেরেছেন সৌম্য। এবার আর তাই আগের ভুল করতে চান না।
“পাকিস্তানে টপ অর্ডারে সুযোগ পাইনি। ভারতে তিনেই খেলেছিলাম, ওখানে ৩০-৪০ রান যা করেছিলাম, সেগুলো বড় করতে পারলে হয়তো পাকিস্তানে নিজের জায়গায় থাকতে পারতাম। তো চেষ্টা করছি ধরে রাখার, যেন পরের ম্যাচটি এখানেই খেলতে পারি।”
জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচের আগে ৪৮ টি-টোয়েন্টি ম্যাচে তার ফিফটি ছিল কেবল ১টি। তবে সাম্প্রতিক সময়ে ২০ ওভারের ক্রিকেটে তার ব্যাটিংয়ে উন্নতির ছাপ কিছুটা হলেও দেখা যাচ্ছে। গত বিপিএলে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫০৬ রান। এরপর এবারের এই ইনিংস।
নিজের খেলার ধরনে একটু পরিবর্তন আনার সুফল মিলছে, ধারনা সৌম্যর।
“চেষ্টা করছি আর কী (উন্নতির)… আগে স্ট্রাইক রেট অনেক বেশি রাখার চেষ্টা করতাম। এখনও চেষ্টা করি, তবে সব ওভারে শট খেলতে যাই না। বোলার পছন্দ করে বা পরিস্থিতি অনুযায়ী চেষ্টা করি।”
-
বিশ্বকে নিয়ে ম্যাথিউসের প্রতিরোধ
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
-
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি
-
‘অসাধারণ খেলোয়াড় সাইমন্ডস মানুষ হিসেবে ছিল চমৎকার’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী