ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ড টেস্ট দলে বোল্ট-প্যাটেল-জেমিসন

চোট কাটিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরেছেন নিউ জিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলও। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করায় প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন পেসার কাইল জেমিসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 06:44 AM
Updated : 17 Feb 2020, 06:48 AM

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ও ওপেনার জিত রাভাল।

১৩ সদস্যের দলে চার পেসারের সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো করার পুরস্কার পেয়েছেন মিচেল।

গত ডিসেম্বরে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে আঙুলে চোট পেয়ে ছিটকে যান বোল্ট। সিডনিতে শেষ টেস্টের পর খেলতে পারেননি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে।

দলে একমাত্র স্পিনার প্যাটেল। সংক্ষিপ্ত সংস্করণে নিউ জিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য স্যান্টনারের ফর্ম ভালো যাচ্ছে না সাদা পোশাকে। ২০১৯-২০ মৌসুমে চার টেস্টে ৮৩ গড়ে নিয়েছেন মোটে পাঁচ উইকেট।

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু ২১ ফেব্রুয়ারি থেকে, ওয়েলিংটনে।

নিউ জিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, টম ব্লান্ডেল, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, এজাজ প্যাটেল, নিল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, ড্যারিল মিচেল।