ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ড টেস্ট দলে বোল্ট-প্যাটেল-জেমিসন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2020 12:44 PM BdST Updated: 17 Feb 2020 12:48 PM BdST
চোট কাটিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরেছেন নিউ জিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলও। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করায় প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন পেসার কাইল জেমিসন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ও ওপেনার জিত রাভাল।
১৩ সদস্যের দলে চার পেসারের সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো করার পুরস্কার পেয়েছেন মিচেল।
গত ডিসেম্বরে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে আঙুলে চোট পেয়ে ছিটকে যান বোল্ট। সিডনিতে শেষ টেস্টের পর খেলতে পারেননি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে।
দলে একমাত্র স্পিনার প্যাটেল। সংক্ষিপ্ত সংস্করণে নিউ জিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য স্যান্টনারের ফর্ম ভালো যাচ্ছে না সাদা পোশাকে। ২০১৯-২০ মৌসুমে চার টেস্টে ৮৩ গড়ে নিয়েছেন মোটে পাঁচ উইকেট।
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু ২১ ফেব্রুয়ারি থেকে, ওয়েলিংটনে।
নিউ জিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, টম ব্লান্ডেল, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, এজাজ প্যাটেল, নিল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, ড্যারিল মিচেল।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ