মার্শালের লড়াকু সেঞ্চুরি

স্পিনারদের রাজত্বের দিনে লড়লেন একা, তুলে নিলেন সেঞ্চুরি। মার্শাল আইয়ুবের ব্যাটে বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে আড়াইশর কাছাকাছি পুঁজি পেয়েছে মধ্যাঞ্চল। দিনশেষে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপদে দক্ষিণাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2020, 04:51 PM
Updated : 14 Feb 2020, 04:51 PM

উইকেট দুটি হারিয়ে ২৯ রান করেছে দলটি। গত রাউন্ডে দুই ইনিংসেই সেঞ্চুরি করা এনামুল হক বিজয় খেলছেন ১৩ রানে।

এর আগে প্রথম ইনিংসে ২৩৫ রান করে মধ্যাঞ্চল। মার্শাল খেলেন ১১৬ রানের দারুণ এক ইনিংস।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নতুন বলে শফিউল ইসলাম ও ফরহাদ রেজা শুরুর কাজটা করে দেন। দলীয় ১৩ রানেই দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে হারায় মধ্যাঞ্চল। এরপর আব্দুর রাজ্জাক, মেহেদি হাসান, নাসুম আহমেদদের স্পিনে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।

দলের বিপর্যয়ে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান অভিজ্ঞ ব্যাটসম্যান মার্শাল আইয়ুব। ৭৫ বলে হাফ সেঞ্চুরির পূরণ করার পর ১৬০ বলে তুলে নেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে যা তার ২০তম। নিজের ইনিংসটি ১২ চার ও দুই ছক্কায় সাজান এই ডানহাতি।

দক্ষিণাঞ্চলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন স্পিনার মেহেদি হাসান। দুটি করে নেন শফিউল, রাজ্জাক ও নাসুম।

শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খায় দক্ষিণাঞ্চল। অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার শাহরিয়ার নাফিস ফেরেন ১০ রান করে। দ্রুত ফেরেন ইরফান শুক্কুরও।

সংক্ষিপ্ত স্কোর:

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৮২.২ ওভারে ২৩৫ (সাইফ ১, মজিদ ১৪, শান্ত ৮, রকিবুল ১১, মার্শাল ১১৬, শুভাগত ১৪, মিরাজ ০, জাবিদ ২১, আরাফাত সানি ১১, মুস্তাফিজ ৩০*, ইরফান হোসেন ৩; শফিউল ১৮-৬-২৪-২, ফরহাদ রেজা ৬-১-১৪-১, মেহেদি ২৮-৮-৭৮-৩, রাজ্জাক ১৬.২-০-৬২-২, নাসুম ১৪-১-৫১-২)।

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৯ ওভারে ২৯/২ (নাফিস ১০, এনামুল ১৩*, ইরফান শুক্কুর ৩, শামসুর রহমান ৩*; ইরফান হোসেন ৪-০-১৫-১, মুস্তাফিজ ৩-১-৬-০, আরাফাত সানি ১-১-০-০, মিরাজ ১-০-৮-০)