কনুইয়ের চোটে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

কনুইয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে দক্ষিণ আফ্রিকা সফরে না গিয়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই অফ স্পিনিং অলরাউন্ডারের জায়গায় অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডার্সি শর্ট। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2020, 07:24 AM
Updated : 12 Feb 2020, 07:29 AM

ম্যাক্সওয়েলের কনুইয়ে অস্ত্রোপচার করাতে হবে। পুনর্বাসন শেষে মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে তার।

সদ্য সমাপ্ত বিগ ব্যাশ লিগে কনুইয়ের চোট সামাল দিয়েই খেলেন ম্যাক্সওয়েল। পরে অস্ট্রেলিয়া দলের চিকিৎসকদের জানান, ব্যথাটা বেড়ে গেছে। স্ক্যান করানোর পর আগামী বৃহস্পতিবার অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তটা মূলত ম্যাক্সওয়েলই নিয়েছেন। এই অলরাউন্ডার জানান, কনুইয়ের বর্তমান অবস্থা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম করার ব্যাপারে সন্দিহান ছিলেন বলেই অস্ত্রোপচারের মাধ্যমে স্থায়ী সমাধানের পথ বেছে নিয়েছেন।       

মানসিক স্বাস্থ্যজনিত কারণে গত অক্টোবরে আচমকা সাময়িক বিরতিতে যাওয়া ম্যাক্সওয়েলের দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল। কনুইয়ের চোটে বাড়ল অপেক্ষা। তার জায়গা দলে আসা শর্ট ছিলেন অস্ট্রেলিয়ার চার অপেক্ষমানের একজন । গত মাসে শন অ্যাবটের চোটে ভারত সফরের দলে জায়গা পেয়েছিলেন তিনি। সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি।

আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হতে দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া 

টি-টোয়েন্টির অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), মিচেল মার্শ, ডার্সি শর্ট, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

ওয়ানডের অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জশ হেইজেলউড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, ডার্সি শর্ট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।