প্রথমবার হোয়াইটওয়াশড কোহলির ভারত

নিউ জিল্যান্ড সফর শুরু হয়েছিল মধুর এক অভিজ্ঞতা দিয়ে। প্রথমবারের মতো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো দলকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। মাঝপথে এসে হলো উল্টো অভিজ্ঞতা। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে সফরকারীরা। অধিনায়ক বিরাট কোহলিসহ দলের সবারই এই অভিজ্ঞতা হলো এবারই প্রথম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 12:26 PM
Updated : 11 Feb 2020, 12:26 PM

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে মঙ্গলবার শেষ ওয়ানডেতে ২৯৬ রান তাড়ায় ৫ উইকেটে জিতেছে নিউ জিল্যান্ড। তিন ম্যাচ সিরিজ কিউইরা জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে।

১৯৯৭ সালে সবশেষ হোয়াইটওয়াশড হয়েছিল ভারত। সেবার শ্রীলঙ্কা সফরে প্রথম দুটি ম্যাচ হারে তারা। তৃতীয় ম্যাচটি ভেসে যায় মাঝপথে। পরদিন আবার নতুন করে হয়েছিল ম্যাচ, সেটিতেও হেরে যায় সফরকারীরা।

২০০৬ সালে নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪-০ ব্যবধানে হারে ভারত। সেবার একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে, সেটিতে টসও সম্ভব হয়নি।

সিরিজে কোনো ধরনের বিঘ্ন ছাড়া সবশেষ ভারত হোয়াইটওয়াশড হয়েছিল সেই ১৯৮৯ সালে। ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচ সিরিজ হেরেছিল ৫-০ ব্যবধানে।