তবুও বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

আগের দিন ১৭ ওভারে ছিলেন উইকেটশূন্য। তৃতীয় দিন ৮ ওভার ৫ বলে নিলেন ৩ উইকেট। রুবেল হোসেনের পাশাপাশি দারুণ বোলিং করলেন অন্যরাও। পাকিস্তানকে সাড়ে চারশর আগে থামাল বাংলাদেশ। হারিস সোহেলের ফিফটিতে তবুও স্বাগতিকরা পেয়েছে বড় লিড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2020, 09:40 AM
Updated : 9 Feb 2020, 09:45 AM

রাওয়ালপিন্ডি টেস্টে রোববার দ্বিতীয় সেশনে পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ৪৪৫ রানে। লিড ২১২ রানের। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৩৩।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৩৪২ রান নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। আজহার আলির দল বাকি ৭ উইকেটে যোগ করতে পারে মাত্র ১০৩ রান।

দিনের দ্বিতীয় ওভারে আবু জায়েদ চৌধুরির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজম। আগের দিন ফিফটি করা আসাদ শফিক যোগ করেন আর ৫ রান। তাকে কট বিহাইন্ড করেন আরেক পেসার ইবাদত হোসেন।

আঁটসাঁট বোলিংয়ে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা।

উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে রুবেল পান প্রথম উইকেট। ডানহাতি পেসার এরপর এলবিডব্লিউ করেন ইয়াসির শাহকে।

লাঞ্চের আগে ৭৮ রান তুলতে পাকিস্তান হারায় ৪ উইকেট। এক প্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণে ফিফটি করেন হারিস। বিরতির পর আর বেশিক্ষণ টেকেনি পাকিস্তানের ইনিংস।

শাহিন শাহ আফ্রিদিকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রুবেল। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে ছক্কায় ওড়াতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন হারিস। ১০৩ বলে ৭ চার ও ২ ছক্কায় তিনি করেন ৭৫ রান।

আর নাসিম শাহকে রান আউট করে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দেন সাইফ হাসান।

রুবেল ও আবু জায়েদ নেন ৩টি করে উইকেট। তাইজুল ২টি ও ইবাদত নেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩

পাকিস্তান ১ম ইনিংস: ১২২.৫ ওভারে ৪৪৫ (মাসুদ ১০০, আবিদ ০, আজহার ৩৪, বাবর ১৪৩, শফিক ৬৫, হারিস ৭৫, রিজওয়ান ১০, ইয়াসির ৫, আফ্রিদি ৩, আব্বাস ১* নাসিম ২; ইবাদত ২৫ -৬-৯৭-১, আবু জায়েদ ২৯-৪-৮৬-৩, রুবেল ২৫.৫-৩-১১৩-৩, তাইজুল ৪১-৬-১৩৯-২, মাহমুদউল্লাহ ২-০-৬-০)