বিসিএলের আগে বিপ টেস্টে সেরা রুয়েল-মাহিদুল

জাতীয় ক্রিকেট লিগের মতো বিসিএলের আগেও হয়ে গেল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা- বিপ টেস্ট। বেঁধে দেওয়া ১১ পর্যন্ত যেতে পারেননি সিনিয়রদের অনেকেই। একশর বেশি ক্রিকেটারের মধ্যে ফিটনেস পরীক্ষায় সেরা হয়েছেন তরুণ পেসার রুয়েল মিয়া ও কিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 01:46 PM
Updated : 26 Jan 2020, 02:50 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে রোববার বিপ টেস্টে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১৩.২ স্কোর করেন রুয়েল ও মাহিদুল।

বিসিএলের শুরু থেকে খেলতে পারছেন না রুয়েল। কাঁধে চোট পেয়ে যুব বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন এই তরুণ পেসার।

গত জাতীয় লিগে চট্টগ্রামের বিপক্ষে ২৬ রানে ৮ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন রুয়েল। দেশের প্রধান প্রথম শ্রেণির টুর্নামেন্টে কোনো পেসারের এটাই সেরা বোলিং রেকর্ড।

২০ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান মাহিদুল কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন বঙ্গবন্ধু বিপিএলে।

অসুস্থতা কাটিয়ে মাঠে ফেরা বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন করেছেন সর্বনিম্ন স্কোর ৭.৬। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের সর্বোচ্চ রানের মালিক তুষার ইমরানের স্কোর ৯.৮, সেরা উইকেট শিকারী আব্দুর রাজ্জাক পেরিয়েছেন ১০।   

ম্যাচ ফি বাড়ছে বিসিএলেও। জাতীয় লিগে খেলোয়াড়রা পেয়েছিলেন ম্যাচ প্রতি ৬০ হাজার টাকা, বিসিএলে পেতে পারেন ৬৫ হাজার টাকা।

মিরপুরে সোমবার সকাল ১১টায় প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে নিজেদের দল গুছিয়ে নেবে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল। চার আসর পর এবার বিসিএল ফিরছে সিঙ্গেল লিগে।