বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে ৩ ওয়ানডে

আইসিসির ভবিষ্যৎ সফর সূচিতে ছিল ১ টেস্ট ও ৫ টি-টোয়েন্টি। তবে কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, টি-টোয়েন্টি কমিয়ে যোগ করা হতে পারে ওয়ানডে। আনুষ্ঠানিক সূচিতে সেটিই সত্যি হলো। জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টি কমে যোগ হয়েছে ৩টি ওয়ানডে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 09:26 AM
Updated : 26 Jan 2020, 09:34 AM

ভবিষ্যত সফর সূচি থেকে সিরিজের সময়ও বদলে গেছে। জিম্বাবুয়ের বাংলাদেশে আসার কথা ছিল মার্চে। কিন্তু তারা আসছে আগামী ১৫ ফেব্রুয়ারি। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তারা খেলবে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। ম্যাচে তাদের ভেন্যু ও প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

২২ ফেব্রুয়ারি থেকে একমাত্র টেস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় এই টেস্ট।

টেস্ট শেষে ওয়ানডে সিরিজ খেলতে দুই দল যাবে চট্টগামে। ১, ৩ ও ৬ মার্চ ওয়ানডে তিনটি হবে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। তিনটি ম্যাচই দিবা-রাত্রি। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের পর এই প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আবার মিরপুরে। দিন-রাতের ম্যাচ দুটি হবে ৯ ও ১১ মার্চ। ১২ মার্চ ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে দল।