ইনিংস ব্যবধানে জয়ের দুয়ারে ইংল্যান্ড

২৮ বল, ১ রান, ৪ উইকেট। সাত সকালেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও স্বস্তিতে নেই স্বাগতিকরা। জো রুটের স্পিনে পোর্ট এলিজাবেথ টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের দুয়ারে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 04:37 PM
Updated : 19 Jan 2020, 04:37 PM

সেন্ট জর্জেস পার্কে রোববার চতুর্থ দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ১০২। ভারনন ফিল্যান্ডার ১৩ ও কেশভ মহারাজ ৫ রানে ব্যাট করছেন।

সফরকারীদের আবার ব্যাটিংয়ে পাঠাতে আরও ১৮৮ রান চাই দক্ষিণ আফ্রিকার। সিরিজে এগিয়ে যেতে শেষ দিনে আর চার উইকেট চাই ইংল্যান্ডের।

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বৃত্ত ভেঙে বের হতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। ডিন এলগারকে বোল্ড করার পর জুবাইর হামজাকে কট বিহাইন্ড করে শুরুতেই ছোবল দেন গতিময় পেসার মার্ক উড।

প্রথম ইনিংসে ডম বেসের অফ স্পিন ভুগিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে, দ্বিতীয় ইনিংসে একই কাজ করছে রুটের অফ স্পিন। পিটার মালানকে বিদায় করার পর একে একে ইংল্যান্ড অধিনায়ক তুলে নেন রাসি ফন ডার ডাসেন, কুইন্টন ডি কক ও ফাফ দু প্লেসির উইকেট।

দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন ফিল্যান্ডার ও মহারাজ। তবে এর আগেই ম্যাচ চলে গেছে ইংলিশদের নিয়ন্ত্রণে।

৩১ রানে ৪ উইকেট নিয়েছেন রুট। টেস্টে এই প্রথম চার উইকেট পেলেন তিনি। আগের সেরা ছিল ২/৯। উড ২ উইকেট নিয়েছেন ২৩ রানে।

এর আগে ৬ উইকেটে ২০৮ রান নিয়ে প্রথম ইনিংস শুরু করা দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২০৯ রানেই।

দিনের প্রথম ওভারে ফিল্যান্ডারকে বোল্ড করে থামান স্টুয়ার্ট ব্রড। আগের দিন ফিফটি তুলে নেওয়া ডি কককে পরের ওভারে বোল্ড করে দেন স্যাম কারান।

মহারাজকে বোল্ড করার পর রাবাদাকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেন ব্রড। ৩০ রানে ৩ উইকেট নেন এই পেসার। আগের দিন ৫১ রানে ৫ উইকেট নিয়েছিলেন বেস।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৯৯/৯ ইনিংস ঘোষণা

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ২০৮/৬) ৮৬.৪ ওভারে ২০৯ (ডি কক ৬৩, ফিল্যান্ডার ২৭, মহারাজ ০, রাবাদা ১, প্যাটারসন ০; ব্রড ১৩.৪-৬-৩০-৩, কারান ১১-২-৩২-১, বেস ৩১-১২-৫১-৫, উড ১১-৪-৩১-০, ডেনলি ৪-০-১০-০, রুট ১১-৪-২৫-০, স্টোকস ৫-১-২৬-১)

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (ফলোঅন) ৬২ ওভারে ১০২/৬ (মালান ১২, এলগার ১৫, হামজা ২, দু প্লেসি ৩৬, ফন ডার ডাসেন ১০, ডি কক ৩, ফিল্যান্ডার ১৩*, মহারাজ ৫*; ব্রড ৬-৩-৫-০, কারান ৩-০-১৩-০, উড ১১-৩-২৩-২, বেস ১৮-১০-১৭-০, স্টোকস ৫-২-৯-০, রুট ১৯-১১-৩১-৪)