ক্যারিবিয়ান চ্যালেঞ্জ জিতে কোহলির ভারতের সিরিজ জয়

রান তাড়ায় জয়ের কাছে গিয়ে আউট হতে পারেন বিরাট কোহলি, বিরল এই দৃশ্য দেখতে হলো। তবে সেই ‘উপহার’ কাজে লাগাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর দারুণ ব্যাটিং পাড়ি দিলেন শেষের বৈতরণী। উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে সিরিজও জিতে নিল ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2019, 05:05 PM
Updated : 22 Dec 2019, 05:45 PM

শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

কটকে রোববার ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে তুলেছিল ৫ উইকেটে ৩১৫ রান। রান তাড়ায় ভারত দারুণ শুরুর পর মাঝপথে খেই হারিয়ে পরে জিতেছে ৮ বল বাকি রেখে।

৮১ বলে ৮৫ রান করে যখন আউট হলেন কোহলি, ভারতের জিততে প্রয়োজন তখন ২৩ বলে ৩০ রান। এক পাশে ছিলেন জাদেজা, আরেকপাশে সবাই বোলার। সেই বোলারদের একজনই হয়ে উঠলেন ব্যাটসম্যান!

কোহলির জায়গায় নেমে প্রথম বলেই দারুণ এক ড্রাইভে চার মারলেন পেসার শার্দুল। পরের ওভারে শেলডন কটরেলকে টানা দুই বলে চার-ছক্কায় শার্দুলই শেষ করে দিলেন ম্যাচের উত্তেজনা।

উত্তেজনার এই প্রেক্ষাপট রচনা হয়েছিল ম্যাচের প্রথম ইনিংসের শেষ ভাগে। টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ গতিই পাচ্ছিল না লম্বা সময়। উদ্বোধনী জুটিতে এভিন লুইস ও শেই হোপ ৫৭ রান তুললেও দুজনে খেলে ফেলেন ১৫ ওভার!

লুইস ২১ রান করতে খেলেছেন ৫০ বল। হোপ ৫০ বলে ৪২ রানের ইনিংসের পথে ৩ হাজার ওয়ানডে রান ছুঁয়েছেন ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে (৬৭ ইনিংস)।

দুই ওপেনারের মতো পরের দুই ব্যাটসম্যানও সম্ভাবনা জাগিয়ে খেলতে পারেননি বড় ইনিংস। ৪৮ বলে ৩৮ করেছেন রোস্টন চেইস, স্বভাবজাত ব্যাটিংয়ে ৩৩ বলে ৩৭ শিমরন হেটমায়ার।

শুরুর ব্যাটসম্যানদের অসম্পূর্ণ কাজ শেষ করেন নিকোলাস পুরান ও কাইরন পোলার্ড। ৫ম উইকেটে আগ্রাসী ব্যাটিংয়ে ৯৮ বলে ১৩৫ রানের জুটি গড়েন দুজন।

দারুণ ফর্মে থাকা পুরান খেলেন ৬৪ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস। ৭ ছক্কায় অধিনায়ক পোলার্ড করেন ৫১ বলে অপরাজিত ৭৪।

শেষ ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৭৭ রান, শেষ ১০ ওভারে ১১৮।

ছবি: বিসিসিআই

চ্যালেঞ্জ ছিল যেমন, রান তাড়ায় ভারতের শুরুটাও হয় তেমনই। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও লোকেশ রাহুল গড়েন ১২২ রানের জুটি।

৬৩ বলে ৬৩ করে রোহিত উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে এই জুটি। দ্বিতীয় উইকেটে রাহুল ও কোহলি এগিয়ে নেন দলকে।

সেঞ্চুরি করতে পারেননি রাহুলও। ৭৭ রান করে তিনিও ক্যাচ দেন উইকেটের পেছনে। এরপর শ্রেয়াস আইয়ার ও রিশাভ পান্ত দ্রুত বিদায় করে ম্যাচ জমিয়ে দেন কিমো পল। ভালো কিছু করতে পারেননি ছয়ে নামা কেদার যাদবও।

কোহলি ছিলেন এক পাশে, খুঁজছিলেন একজন সঙ্গী। হাত বাড়িয়ে দেন জাদেজা। টালমাটাল অবস্থা থেকে ভারতকে জয়ের পথে এগিয়ে নেয় দুজনের ৪৪ বলে ৫৮ রানের জুটি।

কোহলির আরেকটি সেঞ্চুরি যখন মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার, পলের বাইরের বল স্টাম্পে টেনে আনেন ভারতীয় অধিনায়ক। দলকে অনিশ্চয়তায় ফেলে ফেরেন ৮১ বলে ৮৫ রান করে।

 সেই অনিশ্চয়তা দ্রতই শেষ করে দেন শার্দুল ও জাদেজা। ৩১ বলে ৩৯ রানে অপরাজিত থেকে যান জাদেজা, ৭ বলে অপরাজিত ১৬ শার্দুল।

ম্যাচ শেষ করে আসতে না পারলেও ম্যাচের সেরা ঠিকই কোহলি। ৩ ইনিংসে ২৫৮ রান করে সিরিজ সেরা রোহিত।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩১৫/৫ (লুইস ২১, হোপ ৪২, চেইস ৩৮, হেটমায়ার ৩৭, পুরান ৮৯, পোলার্ড ৭৪*, হোল্ডার ৭*, পল ৪৬, জোসেফ ০, পিয়ের ২১, কটরেল ০*; শার্দুল ১০-০-৬৬-১, শামি ১০-২-৬৬-১, সাইনি ১০-০-৫৮-২, কুলদীপ ১০-০-৬৭-০, জাদেজা ১০-০-৫৪-১)।

ভারত: ৪৮.৪ ওভারে ৩১৬/৬ (রোহিত ৬৩, রাহুল ৭৭, কোহলি ৮৫, শ্রেয়াস ৭, পান্ত ৭, কেদার ৯, জাদেজা ৩৯*, শার্দুল ১৭*; কটরেল ১০-১-৭৪-১, হোল্ডার ১০-০-৬৩-১, পল ৯.৪-০-৫৯-৩, চেইস ৪-০-১৯-০, পিয়ের ৭-০-৪৬-০, জোসেফ ৯-০-৫৩-১)।

ফল: ভারত ৪ উইেকটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: বিরাট কোহলি

ম্যান অব দা সিরিজ: রোহিত শর্মা