দেশের ডাকে বাংলাদেশ ছাড়ছেন ল্যাঙ্গাভেল্ট

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে যে পালাবদল চলছে, সেটির প্রভাব পড়ল বাংলাদেশেও। প্রোটিয়ারা তাদের বোলিং কোচ করতে চায় শার্ল ল্যাঙ্গাভেল্টকে। বাংলাদেশের বোলিং কোচ তাই চাকরি ছাড়তে চিঠি দিয়েছেন বিসিবিকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2019, 05:19 PM
Updated : 17 Dec 2019, 05:19 PM

সম্প্রতি গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক হওয়ার পর পাল্টে ফেলা হয়েছে জাতীয় দলের ব্যবস্থাপনার খোলনলচে। উইকেটকিপিং কিংবদন্তি মার্ক বাউচারকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কোচের। বোলিং কোচ হিসেবে স্মিথ চাইছেন এক সময়ের সতীর্থ ল্যাঙ্গাভেল্টকে।

ল্যাঙ্গাভেল্টের চাওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

“সে আমাদেরকে চিঠি দিয়েছে। নিজের দেশ থেকে প্রস্তাব দিয়েছে ওকে। আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। দু-একদিনের মধ্যে বসব। তবে কেউ চলে যেতে চাইলে তো রেখে দেওয়া ঠিক নয়।”

গত ২৭ জুলাই বাংলাদেশের বোলিং কোচ হিসেবে ল্যাঙ্গাভেল্টের নাম জানিয়েছিল বিসিবি। বিশ্বকাপ দিয়ে কোর্টনি ওয়ালশের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নতুন বোলিং কোচ এনেছিল বোর্ড। তার চুক্তি আগামী বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

এর আগে ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ল্যাঙ্গাভেল্ট।