
সেঞ্চুরিতে চমকে দিলেন ইয়াসির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2019 05:39 PM BdST Updated: 01 Dec 2019 07:35 PM BdST
বল হাতে সময়টা ভালো যাচ্ছে না। রান বিলিয়ে যাচ্ছেন অকৃপণ হাতে। বোলিংয়ের সেই ব্যর্থতাই যেন ব্যাট হাতে পুষিয়ে দেওয়ার চেষ্টা করলেন ইয়াসির শাহ। আট নম্বরে নেমে লোয়ার অর্ডারের সঙ্গীদের নিয়ে লড়াই চালিয়ে গেলেন অস্ট্রেলিয়ান বোলারদের তোপ সামলে। প্রতিরোধের সেই পথচলায় করে ফেললেন সেঞ্চুরি!
বোলিং ব্যর্থতার সিরিজে আগের টেস্টেও ব্যাট হাতে কিছুটা লড়াই করেছিলেন ইয়াসির। ফিফটি যদিও করতে পারেননি। ফিফটি ছিল না ৩৬ টেস্টের ক্যারিয়ারেই। সেই ইয়াসির এবার উপহার দিলেন সেঞ্চুরির বিস্ময়। অ্যাডিলেইড টেস্টের তৃতীয় দিনে এই লেগ স্পিনার ব্যাট হাতে করেছেন ১১৩!
স্বীকৃত যে কোনো পর্যায়ের ক্রিকেটেই এটি তার প্রথম শতরান। ২০০৬ সালে কামরান আকমলের পর এই প্রথম পাকিস্তানের কোনো ব্যাটসম্যান আট নম্বরে নেমে পেলেন তিন অঙ্কের দেখা। ভারতের বিপক্ষে করাচি টেস্টে আকমলের ব্যাট থেকেও এসেছিল ১১৩ রান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আট নম্বর বা এর নীচে নামা ব্যাটসম্যানের এটি সপ্তম। ইয়াসিরের আগে সবশেষ ২০১৭ সালে রাঁচি টেস্টে তিন অঙ্ক ছুঁয়েছিলেন ভারতের কিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।
ইয়াসিরের সেঞ্চুরি কতটা অপ্রত্যাশিত, সেটির ধারণা পাওয়া যায় আরেকটি তথ্য থেকে। টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে সেঞ্চুরির স্বাদ পাওয়া ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে কম ব্যাটিং গড় আছে কেবল জেরোম টেইলরের (১২.৯৬)। অ্যাডিলেইডের ইনিংসের পর তার গড় ১৪.০৬। সেঞ্চুরির আগে গড় ছিল কেবল ১২!
ইয়াসির আর বাবর মিলে সপ্তম উইকেটে যোগ করেছেন ১০৫ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সপ্তম উইকেটে যা পাকিস্তানের সর্বোচ্চ। নবম উইকেটে মোহাম্মদ আব্বাসের সাথে ইয়াসির তোলেন ৮৭ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে নবম উইকেটে এটিও তাদের সর্বোচ্চ জুটি।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- এসএ গেমস: সোনার লড়াইয়ে বাংলাদেশকে এগিয়ে রাখলেন বোলাররা
- ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল ভারত
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন লাকমল
- রোহিতকে ছাড়িয়ে টি-টোয়েন্টি রানের চূড়ায় কোহলি
- পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএলের
- পাকিস্তানে দিবা-রাত্রি টেস্ট খেলতে বাংলাদেশকে প্রস্তাব
- এসএ গেমস: শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না সাইফ-আফিফরা
সর্বাধিক পঠিত
- ইলিয়াস কাঞ্চনের ‘মুখোশ’ খুলবেন শাজাহান খান
- ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ
- ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল ভারত
- পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএলের
- এসএ গেমস: শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না সাইফ-আফিফরা
- এসএ গেমস: রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশের মেয়েদের সোনা জয়
- বিয়ের পিঁড়ি থেকে পালানো ইতি এখন সোনাজয়ী
- পাকিস্তানে দিবা-রাত্রি টেস্ট খেলতে বাংলাদেশকে প্রস্তাব
- রুম্পা হত্যামামলায় বন্ধু সৈকত রিমান্ডে
- সালমান-ক্যাটরিনা ঢাকার মঞ্চে উঠবেন রাতে