৭ রানে অলআউট, প্রতিপক্ষের জয় ৭৫৪ রানে

শুরু থেকে শেষ, দলের কোনো ব্যাটসম্যানই পেলেন না রানের দেখা। অতিরিক্ত থেকে আসা ৭ রানই দলের সম্বল! অভাবনীয় এক ম্যাচে প্রতিপক্ষ জিতল ৭৫৪ রানে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2019, 10:24 AM
Updated : 21 Nov 2019, 10:24 AM

স্কুল ক্রিকেট চমকপ্রদ অনেক কিছু উপহার দেয় প্রায়ই। কিন্তু ভারতের স্কুল ক্রিকেটের পরিচিত টুর্নামেন্ট হ্যারিস শিল্ডের এই ম্যাচ যেন ছাড়িয়ে গেছে যাবতীয় কল্পনাকেও।

প্রথম রাউন্ডের নক আউট ম্যাচে স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের বিপক্ষে ৭৬২ রান তাড়ায় চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুল ৬ ওভারে গুটিয়ে গেছে ৭ রানে।

প্রথমে ব্যাট করে ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬০৫ রান তোলে স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুল। নির্ধারিত তিন ঘন্টায় ছয় ওভার বল কম করায় আরও ১৫৬ রান পেনাল্টি করা হয় চিলড্রেন্স ওয়েলফেয়ারকে। এতে করে লক্ষ্য দাঁড়ায় ৭৬২।

স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের মিত মায়েকার ১১৮ বলে ৫৬টি চার ও ৭ ছক্কায় অপরাজিত থাকেন ৩৩৮ রানে।

রান তাড়ায় চিলড্রেন্স ওয়েলফেয়ার মুখোমুখি হয়েছে দুঃস্বপ্নের। শুরু থেকেই ছিল কেবল ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। সেই মিছিলও শেষ হয় দ্রুতই। ৬টি ওয়াইড ও একটি বাই রান কেবল তাদের প্রাপ্তি।

৩ রানে ৬ উইকেট নেন স্বামী বিবেকানন্দন স্কুলের অলক পাল।