দাপুটে জয়ে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাছাইপর্বের প্লে-অফে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 02:42 PM
Updated : 30 Oct 2019, 02:46 PM

বুধবার দুবাইয়ে আমিরাতকে ৯০ রানে হারায় স্কটিশরা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটি তাদের দ্বিতীয় বৃহত্তম জয়।

টস জিতে ব্যাট করতে নেমে ১৯৮ রানের বিশাল সংগ্রহ গড়ে কাইল কোয়েটজারের দল। বড় লক্ষ্য তাড়ায় ১০৮ রানে অলআউট হয়ে যায় আমিরাত।

প্লে-অফের তৃতীয় ম্যাচে কাইল কোয়েটজার ও জর্জ মানজির বিস্ফোরক উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় স্কটল্যান্ড। ১১.২ ওভারে ৮৭ রান তোলেন দুজন। ৩৪ রান করে অধিনায়ক কোয়েটজার ফিরলেও ফিফটি তুলে নেন মানজি। ৪৩ বলে পাঁচ ছক্কা ও ২টি চারে করেন ৬৫ রান।

মিডল অর্ডারে ঝড় তোলেন ক্যালাম ম্যাক্লাউড ও রিচি বেরিংটন। ১৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৮ রান আসে বেরিংটনের ব্যাট থেকে। ১২ বলে ৩টি চারে ২৫ রান করে রান আউট হয়ে যান ম্যাক্লাউড।

রান তাড়ায় শুরুতেই দুই ওপেনার চিরাগ সুরি ও রোহান মুস্তাফাকে হারায় স্বাগতিকরা। তিনে নেমে ৩৪ রান করেন রমিজ শাহজাদ। সেটিই হয়ে থাকে দলের সর্বোচ্চ। শেষ ছয় ব্যাটসম্যানের কেউই পারেননি দুই অঙ্কে পৌঁছাতে। ৩টি করে উইকেট পান সাফিয়ান শরিফ ও মার্ক ওয়াট।

বাছাই পর্ব থেকে আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস।