পাকিস্তানে অনূর্ধ্ব-১৬ দলের তিন দিনের ম্যাচ ড্র

আগের দিন প্রথম ইনিংসে স্বাগতিকদের অল্প রানে থামিয়ে জয়ের দারুণ সম্ভবনা তৈরি করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। শেষ দিনে দরকার ছিল দ্রুত রান তোলার পর বোলারদের সাফল্যের পুনরাবৃত্তি। তবে কোনো চাওয়াই পূরণ হয়নি। নিরুত্তাপ ড্র হয়েছে তিন দিনের ম্যাচটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2019, 01:10 PM
Updated : 27 Oct 2019, 02:16 PM

রাওয়ালপিন্ডির কেআরএল স্টেডিয়ামে রোববার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১১৯ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। অধিনায়ক নাঈম আহমেদের ফিফটিতে পাকিস্তানকে ২৮৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় কিশোররা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৪৩ ওভারে ২ উইকেটে ১১২ রান করার পর ড্র মেনে নেয় দুই দল।

প্রথম ইনিংসে ৮৭ রানে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ২০০ রানে। সকালে সাবধানী শুরু করা নাঈম ও লিমন হোসেনের জুটিতে আসে ৪৪ রান। উইকেটকিপার-ব্যাটসম্যান লিমন ফেরেন ১১৫ বলে ৩৪ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় দ্রুত রান তুলতে পারেনি সফরকারীরা।১৯০ বলে ১৪টি চারে সর্বোচ্চ ৭৩ রান করেন নাঈম। পাকিস্তানের আলি আশফান্দ নেন ৫১ রানে ৬ উইকেট।

প্রথম ইনিংসে গুঁড়িয়ে যাওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ওপেনার মোহাম্মদ শেহজাদের ব্যাটে। ১২৭ বলে ১৪টি চার ও ২ ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন শেহজাদ।

আগামী বুধবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৪, ৬ ও ৮ নভেম্বর।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ১ম ইনিংস: ২০৪

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ৱ দল ১ম ইনিংস: ১১৭

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ২য় ইনিংস: ৯৫.২ ওভার ২০০ (নাঈম ৭৩, লিমন ৩৪, মিনহাজুল ৯, মুশফিক ৬, মাজহারুল ১২, আশিকুর ০*, শরিফ ০; আহমেদ ১/৪৩, আসির ০/১১, আসফান্দ ২/২৮, খালিদ ১/৫১, আলিয়ান ২/৩২)

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল ২য় ইনিংস: ৪৩ ওভারে ১১২/২ (শেহজাদ ৮০*, হাসান ১১, হাসিব ৭, আব্বাস ৩*; মুশফিক ০/১৩,  আসিফ ১/১৮, শরিফ ১/১৪, মিনহাজুল ০/৪, মাজহারুল ০/৩৬, আশিকুর ০/১১, নাঈম ০/৮)

ফল: ম্যাচ ড্র