আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন সৌরভ

দায়িত্বটা পাচ্ছেন, সেটা নিশ্চিত ছিল আগে থেকেই। বাকি ছিল কেবল বোর্ড সভার আনুষ্ঠানিকতা। বুধবার সেই সভাতেই ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 07:47 AM
Updated : 23 Oct 2019, 07:47 AM

মুম্বাইয়ে বোর্ডের সদর দপ্তরে অনুষ্ঠিত এদিনের সভায় আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে সৌরভের নাম ঘোষণা করা হয়। আগামী দশ মাস এই পদের দায়িত্বে থাকছেন ভারতের সাবেক অধিনায়ক।

বিসিসিআইয়ের ৩৯তম সভাপতি হিসেবে সৌরভের দায়িত্ব নেবার দিনে জয় শাহ পেয়েছেন নতুন সেক্রেটারির দায়িত্ব। আর বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধুমাল হয়েছেন নতুন কোষাধ্যক্ষ।

বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে শুরুতে এগিয়ে ছিলেন ব্রিজেশ প্যাটেল। তবে দুইপক্ষের সমঝোতার পর সরে দাঁড়ান তিনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌরভের সভাপতি হওয়াটা নিশ্চিত হয়ে যায়।

লোধা কমিটির সুপারিশ অনুযায়ী বোর্ডকে নতুন ভাবে ঢেলে সাজানোর পর প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ। ৪৯ টেস্ট ও ১৪৭ ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেয়া সাবেক এই ক্রিকেটার গত পাঁচ বছর সামলেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতির পদ।