জয় দিয়ে নিউ জিল্যান্ড সফর শেষ বাংলাদেশের যুবাদের

ছন্দে থাকা ওপেনার তানজিদ হাসান তুলে নিলেন টানা চতুর্থ ফিফটি। রান পেলেন পারভেজ হোসেন, শাহাদাত হোসেন ও অভিষেক দাস। বোলিংয়ে আলো ছড়ালেন শরিফুল ইসলাম। নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 05:40 AM
Updated : 13 Oct 2019, 07:18 AM

পঞ্চম ও শেষ যুব ওয়ানডেতে ৭৩ রানে জিতেছে বাংলাদেশ। ৩১৬ রান তাড়ায় ৪৩ ওভার ৪ বলে ২৪৩ রানে গুটিয়ে যায় নিউ জিল্যান্ড।

লিঙ্কনের বার্ট সাটক্লিফে রোববার টস জিতে ব্যাট করতে নেমে পারভেজ হোসেনের সঙ্গে দলকে ভালো শুরু এনে দেন তানজিদ। যথারীতি শুরু থেকে বোলারদের ওপর চড়াও হন বাঁহাতি বিস্ফোরক এই ওপেনার।

এইচবি ডিকসনকে ওড়ানোর চেষ্টায় সীমানায় ক্যাচ দিয়ে ফিরেন তানজিদ। ৫৯ বলে ৭১ রানের আক্রমণাত্মক ইনিংস গড়েন ১১ চার ও ২ ছক্কায়। ভাঙে ১২০ রানের উদ্বোধনী জুটি।  

এরপর বেশিক্ষণ টিকেননি আরেক ওপেনার পারভেজ। পেসার কেডি ক্লার্কের সুইং করে লেগ দিয়ে বেরিয়ে যাওয়া বলে ধরে পড়েন কিপারের গ্লাভসে। ৮ চারে পারভেজ ৫৫ বলে করেন ৪৮।

দ্রুত ফিরেন মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়। আকবর আলী ও শামিম হোসেনও ভালো করতে পারেননি। দ্রুত উইকেট হারানো বাংলাদেশকে টানেন শাহাদাত হোসেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে একটি করে ছক্কা ও চারে করেন ৪৮।

শেষের দিকে ঝড় তুলে দলকে তিনশ ছাড়ানো সংগ্রহ এনে দেন অভিষেক দাস। নয় নম্বরে নেমে ৬ চারে ৩৬ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। 

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। প্রথম বলেই ওলি হোয়াইটকে ফিরিয়ে দেন শরিফুল। বাঁহাতি পেসারের লেংথ থেকে লাফিয়ে উঠা বলে স্লিপে ক্যাচ নেন তানজিদ।

পরপর দুই ওভারে বিজে পোমার ও উইলিয়াম ক্লার্ককে কট বিহাইন্ড করে স্বাগতিকদের চাপে ফেলে দেন শরিফুল। তিনে নেমে ৪৬ বলে ৫৬ বলের ঝড়ো ইনিংস খেলা ফার্গুস লেম্যানকে থামান তানজিম হাসান।

থিতু হয়ে যাওয়া জেস টাশকফকে এলবিডব্লিউ করে বিদায় করেন অভিষেক। ৬ চারে ৪৭ রান করা জক ম্যাকেঞ্জিকে থামান রকিবুল হাসান।

শুরুতে নিউ জিল্যান্ডকে কাঁপিয়ে দেওয়া শরিফুল শেষে ডিকসন ও ক্লার্ককে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দেন। ৪৩ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। 

বিশ্বকাপের প্রস্তুতির জন্য খেলা সিরিজ ৪-১ ব্যবধানে জিতে দেশে ফিরছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩১৬/৮ (তানজিদ ৭১, পারভেজ ৪৮, মাহমুদুল ১৫, হৃদয় ৮, শাহাদাত ৪৮, আকবর ১৪, শামিম ৮, তানজিম ১০, অভিষেক ৪৮*, রকিবুল ১৩*; ক্লার্ক ৯-০-৬০-১, জ্যাকসন ৯-০-৭৩-১, টাশকফ ১০-০-৫৩-১, ডিকসন ৯-০-৬৬-১, প্রিঙ্গল ১০-১-৪৮-১, লেম্যান ৩-০-১২-২)

নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৪৩.৪ ওভারে ২৪৩ (হোয়াইট ০, পোমার ১৮, লেম্যান ৫৬, ক্লার্ক ৬, টাশকফ ৩৯, ম্যাকেঞ্জি ৪৭, সানডে ২৬ প্রিঙ্গল ১৬, ডিকসন ৬, ক্লার্ক ২১, জ্যাকসন ২*; শরিফুল ৮.৪-১-৪৩-৫, তানজিম ৭-১-৩৮-১, অভিষেক ৯-০-৫৮-১, রাকিবুল ১০-০-৫৫-২, শামিম ৮-০-৩৬-১, হৃদয় ১-০-১০-০)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭৩ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল