স্বরূপে ফিরবেন ওয়ার্নার, বিশ্বাস স্টেইনের

অ্যাশেজের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে ডেভিড ওয়ার্নার দ্রুত চেনা ছন্দে ফিরবেন বলে মনে করেন ডেল স্টেইন। টেস্টে যত ব্যাটসম্যানের মুখোমুখি হয়েছেন এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনার তার কাছে অন্যতম সেরা বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2019, 11:43 AM
Updated : 10 Oct 2019, 11:43 AM

বল টেম্পারিং কাণ্ডে এক বছর নিষিদ্ধ থাকার পর বিশ্বকাপ দিয়ে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা ছিল দুর্দান্ত। তবে তার অ্যাশেজ কাটে ভীষণ বাজে; মাত্র ৯.৫ গড়ে করেন ৯৫ রান। ৫ টেস্টের ১০ ইনিংসের মধ্যে ৭ বার আউট হন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের বলে। এমন পারফরম্যান্সের পর মঙ্গলবার অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হন্স জানিয়ে দিলেন, টেস্ট দলে বাঁহাতি ব্যাটসম্যানের জায়গা এখন আর পাকা নয়।

তবে শুধু একটি সিরিজ দিয়ে ওয়ার্নারের মাপের ব্যাটসম্যানকে বিবেচনা করতে রাজি নন স্টেইন।

"আমি যেসব ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছি তাদের মধ্যে সে অন্যতম সেরা। টেস্টে সে আপনাকে প্রথম দিনের প্রথম বল থেকেই চাপে রাখে।"

"বিশ্ব মানের খেলোয়াড়রা রাতারাতি বাতিল হয়ে যায় না, বিশেষ করে একটা সফরেই।"

"সে চেনা ছন্দে ফিরবে, আমি হলে তাকে মোটেই দল থেকে বাদ দিতাম না।"