ছক্কার রেকর্ডে ওয়াসিমকে ছাড়িয়ে রোহিত

ড্যান পিটের করা ওভারের চতুর্থ বল লং অন দিয়ে পাঠালেন মাঠের বাইরে। পরের বল মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করে স্পর্শ করলেন ২৩ বছর আগের এক রেকর্ড। ওভারের শেষ বলে রেকর্ডটা লিখলেন নতুন করে। লং অফ দিয়ে উড়িয়ে মেরে টেস্টে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি নিজের করে নিলেন রোহিত শর্মা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2019, 11:32 AM
Updated : 5 Oct 2019, 11:32 AM

বিশাখাপত্নম টেস্টে ১৩টি ছক্কা মেরেছেন ভারতীয় এই ব্যাটসম্যান। পেছনে ফেলেছেন ওয়াসিম আকরামের ১২ ছক্কার রেকর্ডকে। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেখুপুরা টেস্টে রেকর্ডটি গড়েছিলেন সাবেক পাকিস্তানী অলরাউন্ডার।

দলের প্রথম ইনিংসে ১৭৬ রানের ইনিংস খেলার পথে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত। ওয়ানডে মেজাজে খেলা দ্বিতীয় ইনিংসে ছয় মেরেছেন সাতটি। পঞ্চাশ ছোঁয়ার আগেই এদিন তিনটি ছক্কা মারেন ডানহাতি ব্যাটসম্যান। ইনিংসে নিজের তৃতীয় ছক্কায় গড়েন ভারতের হয়ে এক টেস্টে সবচেয়ে বেশি ছয়ের নতুন রেকর্ড।

এতদিন রেকর্ডটির মালিক ছিলেন সাবেক ওপেনার নভজোৎ সিং সিধু। ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে লক্ষ্ণৌ টেস্টে তিনি হাঁকিয়েছিলেন ৮ ছক্কা।

সেঞ্চুরি করার পর দ্রুত রান তোলার আশায় পিটের উপর চড়াও হন রোহিত। একে একে মারেন তিন ছক্কা। তাতেই হয়ে যায় সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেও ভারতের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তার।

টেস্টে গত ২৩ বছরে আকরামের ছক্কার রেকর্ডের কাছাকাছি গিয়েছিলেন আরও চারজন ব্যাটসম্যান। ন্যাথান অ্যাস্টল, ম্যাথু হেইডেন, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস - সবারই টেস্টে ১১টি করে ছক্কা আছে। এর মধ্যে ম্যাককালাম এক টেস্টে ১১টি ছক্কা মেরেছেন দুইবার।

দুই ইনিংস মিলিয়ে রেকর্ডটি রোহিত নিজের করে নিলেও টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি থাকছে ওয়াসিমেরই। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে ওয়াসিম ১২ ছক্কা মেরেছিলেন এক ইনিংসেই! অ্যাস্টল, হেইডেন, ম্যাককালাম ও স্টোকসের ১১ ছক্কাও এসেছে এক ইনিংস থেকে।