পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন উমর আকমল ও শেহজাদ

তিন বছর পর পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আকমল। প্রায় দেড় বছর পর ডাক পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 12:38 PM
Updated : 2 Oct 2019, 01:59 PM

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের চূড়ান্ত দলে ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে চলমান ওয়ানডে সিরিজে না থাকা ফাহিম আশরাফও আছেন এই দলে।

টি-টোয়েন্টির পাকিস্তান দল

সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটকিপার), বাবর আজম, আহমেদ শেহজাদ, আসিফ আলি, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, উমর আকমল, উসমান খান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আবিদ আলি ও মোহাম্মদ রিজওয়ান। হাতের চোটের কারণে ইমাম-উল-হককে বিবেচনা করা হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে পিসিবি।

২০১৮ সালের জুনে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেন শেহজাদ। এরপর ডোপ টেস্টে ধরা পড়ে সাময়িক নিষিদ্ধ হন ডানহাতি এই ব্যাটসম্যান। উমর আকমল সবশেষ টি-টোয়েন্টি খেলেন ২০১৬ সালে।

৫ অক্টোবর লাহোরে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ৭ ও ৯ অক্টোবর।