শ্রীলঙ্কায় নতুন সূচিতে মুমিনুল-সৌম্যদের ম্যাচ

বৃষ্টির তাণ্ডবে প্রথম চার দিনের ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে দুই দিনেই। সামনের দিনগুলোতেও কলম্বোয় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শঙ্কায় তাই পুরো সফরই। এই পরিস্থিতিতে চেষ্টা চলছে নতুন সূচিতে শ্রীলঙ্কা 'এ' ও বাংলাদেশ 'এ' দলের সিরিজ আয়োজনের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2019, 02:22 PM
Updated : 25 Sept 2019, 02:24 PM

কাতুনায়েকেতে গত সোমবার শুরু হওয়ার কথা ছিল প্রথম চার দিনের ম্যাচ। টানা বৃষ্টির জন্য মঙ্গলবার পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, কলম্বোর আশেপাশে আগামী কিছু দিন বৃষ্টি থাকবেই। তাই নতুন সূচিতে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।

"২৮ তারিখ থেকে হাম্বানটোটায় নতুন করে আয়োজন করার চেষ্টা চলছে। থাকছে দুটি চার দিনের ম্যাচই।"

নাজমুল হোসেন শান্তকে নিয়ে বৃহস্পতিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও যাচ্ছেন শ্রীলঙ্কায়। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্ট শ্রীলঙ্কায় দেখবেন 'এ' দলের খেলা। দুই কোচ থাকবেন সফরের শেষ পর্যন্ত।

এখনও নতুন সূচি ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট।

বাংলাদেশ ‘এ’ দল:  মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, এনামুল হক, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাউদ্দিন সাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ।