ভারতে ব্যাটিং ব্যর্থতায় পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

বোলাররা লক্ষ্যটা রেখেছিলেন নাগালে। তবে শুরুর ব্যাটিং ব্যর্থতায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। জাকির হাসান ও আরিফুল হক লড়াইয়ে ফিরিয়েছিলেন সফরকারীদের। তবে শেষরক্ষা হয়নি। হেরে গেছে ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রথম এক দিনের ম্যাচে।

ক্রীড়া প্রতিবিদেকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2019, 12:17 PM
Updated : 20 Sept 2019, 12:38 PM

লক্ষ্মৌতে শুক্রবার ৩৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ভারত। ১৯২ রান তাড়ায় ১৫৮ রানে থামে বাংলাদেশ। ম্যাচ হওয়ার কথা ছিল আগের দিন। বৃষ্টির বাধায় সেদিন খেলা সম্ভব না হওয়ায় ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেখান থেকে প্রায় একার চেষ্টায় দলকে দুইশ রানের কাছে নিয়ে যান আরিয়ান জুয়াল। ৮৬ বলে দুই চার ও এক ছক্কায় এই মিডল অর্ডার ব্যাটসম্যান করেন ৬৯ রান।

অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ৩ উইকেট নেন ২৯ রানে। দুটি করে উইকেট নেন অধিনায়ক সাইফ হাসান ও আবু হায়দার।

রান তাড়ায় শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। মন্থর ব্যাটিংয়ে ৪৬ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। জাকির ও আরিফুলের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে সফরকারীরা।

৬৭ বলে দুই চার ও এক ছক্কায় জাকির ৪৮ রান করে চোট পেয়ে মাঠ ছাড়লে বড় একটা ধাক্কা খায় বাংলাদেশ। রানের গতিতে দম দেওয়ার চেষ্টায় থাকা মেহেদি যেতে পারেননি বেশিদূর।

৭২ বলে তিন চারে ৩৮ রানের মন্থর ইনিংস খেলে ফিরেন আরিফুল। এরপর বেশিদূর এগোয়নি বাংলাদেশের ইনিংস। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া মেহেদি ২০ ও রবিউল হক ২১ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত অনূর্ধ্ব-২৩ দল: ৫০ ওভারে ১৯২/৯ (জয়সাল ০, কৌশিক ২০, শরত ৪২, গার্গ ৪, হৃতিক ১৮, জুয়াল ৬৯, শেঠ ১২, হেগড়ে ৪, শোকিন ৪, আর্শদীপ ৬*, দুবে ০*; আবু হায়দার ১০-০-৩৭-২, শফিকুল ইসলাম ৯-১-২৬-১, রবিউল ৯-০-৩৭-১, আরিফুল ৩-০-২৩-০, মেহেদি ১০-২-২৯-৩, আল আমিন জুনিয়র ২-০-১৩-০, সাইফ ৭-০-২৩-২)

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: ৪৮.৪ ওভারে ১৫৮/৯ (সাইফ ১২, সাব্বির ০, ইয়াসির ৬, জাকির ৪৮(আহত অবসর), আল আমিন জুনিয়র ৪, জাকের ৩, আরিফুল ৩৮, মেহেদি ২০, আবু হায়দার ০, রবিউল ২১, শফিকুল ১*; আর্শদীপ ১০-৩-২৫-১, দুবে ৬-০-২৭-১, শেঠ ৫-২-১১-১, হেগড়ে ১০-০-৩২-২, শোকিন ১০-১-৩২-২, জয়সাল ৭.৪-০-৩১-২)

ফল: ভারত অনূর্ধ্ব-২৩ দল ৩৪ রানে জয়ী