ইংলিশ প্রতিরোধ ভেঙে অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2019 12:55 AM BdST Updated: 09 Sep 2019 12:55 AM BdST
ক্রিকেটাররা সবাই তাকিয়ে স্টেডিয়ামের বড় পর্দায়। তাকিয়ে গ্যালারির সব দর্শক, গোটা মাঠের সবাই। রিভিউয়ের রায় দেখার রুদ্ধশ্বাস অপেক্ষা। রিভিউয়ে যখন দেখা গেল ‘আউট’, আনন্দ হুঙ্কারে লাফিয়ে উঠলেন অস্ট্রেলিয়ানরা। একেকজন যেন ছুঁতে চাইলেন আকাশ। ওই আউটেই নিশ্চিত হলো ম্যাচ জয়। নিশ্চিত হলো অ্যাশেজ ধরে রাখাও। উল্লাস তাই বাঁধনহারা।
শেষ দিনে ইংল্যান্ড লড়াই করল। প্রতিরোধ গড়ে উঠল। রোমাঞ্চও ছড়াল বেশ। তবে শেষ পর্যন্ত ম্যাচ নাটকীয় মোড়ে যেতে দিল না অস্ট্রেলিয়া। ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট জিতে নিল তারা ১৮৫ রানে।
ইংল্যান্ডের লড়াই ছিল ৮ উইকেট নিয়ে শেষ দিন কাটিয়ে দেওয়ার। অলআউট হয়েছে তারা দিনের খেলা ১৩.৩ ওভার বাকি থাকতে।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শেষ টেস্টে ওভালে ইংল্যান্ড জিতলেও সিরিজ হবে ড্র। গত সিরিজের জয়ী হিসেবে অ্যাশেজ থাকছে তাই অস্ট্রেলিয়ারই।
২০০১ সালে স্টিভ ওয়াহর দলের পর এই প্রথম ইংল্যান্ড থেকে অ্যাশেজ ধরে রেখে ফিরতে পারছে অস্ট্রেলিয়া। ‘মেন্টর’ হিসেবে এবারও সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান আছে ওয়াহর।

তৃতীয় উইকেটে জো ডেনলি ও জেসন রয়ের জুটি ভাঙেন কামিন্সই। ভেতরে ঢোকা দারুণ এক বলে রয়কে ৩১ রানে বোল্ড করে ভাঙেন ৬৬ রানের জুটি।
খানিক পর ইংল্যান্ডকে আরেকটি বড় ধাক্কা দেন কামিন্স। ফিরিয়ে দেন ইংলিশদের আগের টেস্টের নায়ক বেন স্টোকসকে।
ইংল্যান্ডের রান তখন ৪ উইকেটে ৭৪। ৪টি উইকেটই কামিন্সের।
মিডল অর্ডার থেকে এই টেস্টেই ওপেনিংয়ে উঠে আসা ডেনলি অবশ্য সামলে নেন কামিন্সের তোপ। এক প্রান্ত আগলে রেখে ফিফটি স্পর্শ করেন ১১২ বলে।
ডেনলির লড়াই শেষ করেন ন্যাথান লায়ন। ৫৩ রানে বিদায় নেন লেংথ খেকে আচমকা অনেকটুকু বাড়তি লাফানো বলে।
এরপর থেকে চলতে থাকে ইংল্যান্ডের ছোট ছোট প্রতিরোধ পর্ব। জনি বেয়ারস্টো ও জস বাটলার চেষ্টা করেন উইকেটে পড়ে থাকার। ৪৫ রানের জুটি ভাঙে বেয়ারস্টো ২৫ রানে মিচেল স্টার্কের বলে আউট হলে।

বাটলারের ইনিংস থামে জশ হেইজেলউডের দুর্দান্ত ডেলিভারিতে। ১১১ বলে ৩৪ করে আউট হন বল বাইরে যাবে ভেবে ছেড়ে দিয়ে। শেষ মুহূর্তে সুইং করে ভেতরে ঢুকে বল ছোবল দেয় স্টাম্পে।
ইংল্যান্ড হাল ছাড়েনি এরপরও। জফরা আর্চার টিকতে পারেননি। কিন্তু ওভারটন ও জ্যাক লিচ চালিয়ে যান লড়াই। নবম জুটিতেও দুজন কাটিয়ে দেয় ১৪ ওভার।
অস্ট্রেলিয়াকে কিছুটা হলেও দুর্ভাবনায় ফেলে দেওয়া জুটি ভাঙেন অনিয়মিত লেগ স্পিনার মার্নাস লাবুশেন। দারুণ টার্ন ও বাউন্সে লিচ ফেরেন ১২ রানে।
এরপর কেবল শেষের অপেক্ষা। ওভারটনকে ফিরিয়ে ম্যাচের ইতি টানেন হেইজেলউড। প্রতিপক্ষ শিবিরেই জয়ের আনন্দে মেতে ওঠে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৮৭/৮ (ডি.)
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩০১
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৮৬/৬ (ডি.)
ইংল্যান্ড ২য় ইনিংস:(লক্ষ্য ৩৮৩, আগের দিন ১৮/২) ৯১.৩ ওভারে ১৯৭ (বার্নস ০, ডেনলি ৫৩, রুট ০, রয় ৩১, স্টোকস ১, বেয়ারস্টো ২৫, বাটলার ৩৪, ওভারটন ২১, আর্চার ১, লিচ ১২, ব্রড ০*; কামিন্স ২৪-৯-৪৩-৪, হেইজেলউড ১৭.৩-৩-৩১-২, লায়ন ২৯-১২-৫১-২, স্টার্ক ১৬-২-৪৬-১, লাবুশেন ৪-১-৯-১, হেড ১-১-০-০)।
ফল: অস্ট্রেলিয়া ১৮৫ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজের ৪টি শেষে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: স্টিভেন স্মিথ
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ