ল্যাথামের সেঞ্চুরিতে লিডের পথে নিউ জিল্যান্ড

লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দারুণ লড়াই করলেন ধনাঞ্জয়া ডি সিলভা। পঞ্চম সেঞ্চুরিতে দলকে নিয়ে গেলেন আড়াইশ রানের কাছে। আগের ম্যাচে ভালো শুরুগুলো বড় করতে না পারা টম ল্যাথাম মেলে ধরলেন নিজেকে। দশম সেঞ্চুরিতে কলম্বো টেস্টে নিউ জিল্যান্ডকে লিড নেওয়ার পথে রাখলেন এই ওপেনার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2019, 02:16 PM
Updated : 24 August 2019, 02:16 PM

তৃতীয় দিন শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৯৬ রান। ল্যাথাম ১১১ ও বিজে ওয়াটলিং ২৫ রানে ব্যাট করছেন। এরই মধ্যে তারা গড়েছেন ৭০ রানের জুটি।

৬ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় টেস্টে ৪৮ রানে পিছিয়ে রয়েছে নিউ জিল্যান্ড। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৪৪ রানে গুটিয়ে দিয়েছিল দলটি। 

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। রানের খাতা খুলতে পারেননি ওপেনার জিত রাভাল। থিতু হয়েও নিজেদের ইনিংস বড় করতে পারেননি দুই ব্যাটিং ভরসা উইলিয়ামসন ও রস টেইলর।

লম্বা সময় ক্রিজে কাটালেও মানিয়ে নিতে পারেননি হেনরি নিকোলস। দিনের বাকি সময়টা কিপার-ব্যাটসম্যান ওয়াটলিংকে নিয়ে কাটিয়ে দেন ল্যাথাম। ১৮৪ বলে ১০ চারে ১১১ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ওপেনার।

এর আগে পি সারা ওভালে শনিবার ৬ উইকেটে ১৪৪ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা যোগ করে আরও একশ রান। এতে সবচেয়ে বড় অবদান ডি সিলভার।

লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে তুলে নেন সেঞ্চুরি। ট্রেন্ট বোল্টের নাকল বল ওড়ানোর চেষ্টায় বোল্ড হয়ে শেষ হয় ডি সিলভার লড়াই। ১৬ চার ও দুই ছক্কায় ১৪৮ বলে করেন ১০৯ রান।

৬৩ রানে ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার টিম সাউদি। বোল্ট ৩ উইকেট নেন ৭৫ রানে। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন শেষে ১৪৪/৬) ৯০.২ ওভারে ২৪৪ (ডি সিলভা ১০৯, দিলরুয়ান ১৩, লাকমল ১০, এম্বুলদেনিয়া ০, কুমারা ৫*; বোল্ট ২২.২-৬-৭৫-৩, সাউদি ২৯-৭-৬৩-৪, ডি গ্র্যান্ডহোম ১৭-৩-৩৫-১, সমারভিল ৬-৩-২০-১, প্যাটেল ১৬-৩-৪৮-১)

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৬২ ওভারে ১৯৬/৪ (রাভাল ০, ল্যাথাম ১১১, উইলিয়ামসন ২০, টেইলর ২৩, নিকোলস ১৫, ওয়াটলিং ২৫*; দিলরুয়ান ২৫-৩-৭৬-২, ডি সিলভা ৪-১-৮-০, লাকমল ৪-১-৯-০, কুমারা ১১-০-৪৪-১, এম্বুলদেনিয়া ১৮-১-৫৮-১)