লর্ডস টেস্ট থেকে ছিটকে গেলেন অ্যান্ডারসন

পায়ের পেশির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2019, 08:27 PM
Updated : 6 August 2019, 08:27 PM

এজবাস্টনে হেরে যাওয়া প্রথম টেস্টে কেবল ৪ ওভার বোলিং করতে পেরেছিলেন অভিজ্ঞ এই পেসার। দুই ইনিংসে ব্যাটিং করলেও অস্বস্তির ছাপ ছিল স্পষ্ট।

এমআরআই স্ক্যানের ফল পাওয়ার পর ১৪ অগাস্ট লর্ডসে শুরু হতে যাওয়া পরের টেস্ট থেকে অ্যান্ডারসনের ছিটকে যাওয়ার কথা মঙ্গলবার জানায় ইসিবি।

জুলাইয়ের শুরুতে কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন অ্যান্ডারসন। সেজন্য খেলতে পারেননি আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে। বেশ কয়েকটি ফিটনেস পরীক্ষায় উতরে খেলেছিলেন এজবাস্টন টেস্টে।

এজবাস্টনে একই চোট আবার পেয়ে প্রথম দিনের শুরুতেই মাঠ ছাড়েন ৩৭ বছর বয়সী এই বোলার। ২৫১ রানে হেরে যাওয়া ম্যাচে তার অভাব প্রবলভাবে অনুভব করেছে ইংল্যান্ড।

লর্ডস টেস্টের পর অ্যাশেজ সিরিজে আছে আরও তিনটি টেস্ট। আগামী ২২ অগাস্ট লিডসে শুরু হবে তৃতীয় টেস্ট। ইংল্যান্ডের আশা সেই ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন অ্যান্ডারসন।