মোশাররফের পাশে বিসিবি

মস্তিষ্কে টিউমারে আক্রান্ত বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনের পাশে দাঁড়িয়েছে বিসিবি। প্রথম অধিনায়ক শামীম কবির ও প্রবীণ সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালাকেও আর্থিক সহায়তা দেবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2019, 05:42 PM
Updated : 27 July 2019, 05:42 PM

মোশাররফকে আগেও আর্থিক সহায়তা দিয়েছিল বিসিবি। বোর্ড প্রধান নাজমুল হাসান জানান, সংকট না কাটায় আবার সাহায্য করা উচিত মনে করছেন তারা।
   
“মোশাররফ হোসেন রুবেলের অবস্থা খুবই খারাপ। ওর অনেক টাকা দরকার। ওকে বোর্ড থেকে আবার ১০ লাখ টাকা দেয়া হবে। আগেও আমরা দিয়েছি। 

“এছাড়া আমাদের রামচাঁদ গোয়ালা, উনার অবস্থাও খুব খারাপ। উনি আর্থিক সহায়তার আবেদন করেছেন। সে প্রেক্ষিতে আমরা তাকে ১০ লাখ টাকা দেব বলে সিদ্ধান্ত নিয়েছি।”

হাসপাতালে চিকিৎসাধীন শামীম কবির। তার চিকিৎসার পুরো ব্যয়ভার বিসিবি বহন করবে।

“আমাদের প্রথম অধিনায়ক শামীম কবিরের শরীর খুব খারাপ। উনার অস্ত্রোপচার করাতে হবে। তো আমরা ঠিক করেছি টাকা না দিয়ে উনি যে হাসপাতালে আছেন বিল যতই আসুক সেটি আমরা বিসিবি থেকে দিয়ে দেব।”  

বিভিন্ন সময়ে বিভিন্ন ফেডারেশনকে সহায়তা করেছে বিসিবি। এবার তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কাবাডি ফেডারেশনের দিকে।

“কাবাডি ফেডারেশনের ওরা আমাদের তিন বছরের জন্য একটা বাজেট দিয়েছিল। বিদেশি আন্তর্জাতিকমানের যদি কোচ নেয় তাহলে ওদের জন্য তিন বছরে ৩০ লাখ টাকা বরাদ্দ রেখেছি।”