শাইনপুকুরের দারুণ জয়ে উজ্জ্বল সাদমান-হৃদয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2019 08:08 PM BdST Updated: 02 Apr 2019 08:31 PM BdST
বাজে শুরুর পর দলকে টেনে তুললেন সাদমান ইসলাম ও তৌহিদ হৃদয়। শেষ দিকে শুভাগত হোম তুললেন ঝড়। পরে দারুণভাবে জ্বলে উঠল বোলিং ইউনিট। ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংককে হারিয়ে চমকে দিল শাইনপুকুর।
লিগে নিজেদের আগের সাত ম্যাচের পাঁচটিই জিতেছিল প্রাইম ব্যাংক। শাইনপুকুরের জয় ছিল দুটি। কিন্তু মুখোমুখি লড়াইয়ে প্রাইম ব্যাংককে দাঁড়াতেই দিল না শাইনপুকুর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতল ৪৯ রানে।
ফতুল্লায় মঙ্গলবার ৫০ ওভারে শাইনপুকুর তুলেছিল ৮ উইকেটে ২৪৫ রান। মাঝ বিরতিতে নামা বৃষ্টি শেষে খেলা শুরুর পর প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৪৯ রান। শক্তিশালী ব্যাটিং লাইন আপের দল টেনেটুনে করতে পারে ১০০।
টস জিতে ব্যাটিং নামা শাইনপুকুর শুরুতেই পড়ে যায় বিপাকে। দারুণ ফর্মে থাকা ওপেনার সাব্বির হোসেনকে শূন্য রানে ফেরান মনির হোসেন। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার পরে ৫ রানে ফেরান ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদকেও।
ষষ্ঠ ওভারে শাইনপুকুরের রান তখন ২ উইকেটে ১১। সাদমান ও হৃদয় দলকে উদ্ধার করেন সেখান থেকে। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ১২৫ রানের জুটি।
৯৪ বলে ৭৮ রান করা সাদমানকে ফিরিয়ে জুটি ভাঙেন অফ স্পিনার নাঈম হাসান। ১১৭ বলে ৮৩ করে হৃদয় বোল্ড হন আরিফুল হকের বলে।
মিডল অর্ডারে আফিফ হোসেন, অমিত হাসানরা সুবিধে করতে পারেননি। তবে ২৮ বলে ৪৪ রানের ইনিংসে শেষ দিকে রান বাড়ান শুভাগত হোম।
২০ ওভারে ১৪৯ রান প্রাইম ব্যাংকের জন্য খুব কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু প্রথম বল থেকেই ধুঁকতে থাকে তারা। লিগে সাড়ে চারশর বেশি রান করা এনামুল হককে প্রথম বলেই ফেরান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
পরের ওভারেই ছোবল দেন নতুন বলে শরিফুলের সঙ্গী দেলোয়ার হোসেন। জাকির হাসান ও আল আমিনকে ফেরান এক ওভারে। পরে বিদায় করে দেন অভিজ্ঞ অলক কাপালীকেও।
সেই ধাক্কা আর সামাল দিতে পারেননি প্রাইম ব্যাংক। এক পাশে অভিমন্যু ইশ্বরণ কিছুটা লড়াই করলেও আরেকপাশে উইকেট পড়েছে নিয়মিত। ২০ ওভার পুরো খেলে কোনোরকমকে ছুঁতে পারে তারা তিন অঙ্ক।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর: ৫০ ওভারে ২৪৫/৮ (সাদমান ৭৮, সাব্বির ০, চাঁদ ৫, হৃদয় ৮৩, আফিফ ১১, শুভাগত ৪৪*, অমিত ১৩, দেলোয়ার ০, শুভ ৪; আল আমিন হোসেন ৭-১-৩৮-২, মনির ৭-১-২০-২, নাহিদুল ৬-০-৩৫-০, রাজ্জাক ৬-০-৩৪-০, নাঈম ১০-২-৩৯-১, আল আমিন ৪-০-২১-০, অলক ৪-০-১৫-০, আরিফুল ৬-০-৩৭-৩)।
প্র্রাইম ব্যাংক: (লক্ষ্য ২০ ওভারে ১৪৯) ২০ ওভারে ১০০/৯ (এনামুল ০, জাকির ১, ইশ্বরণ ৩৯, আল আমিন ০, অলক ৩, আরিফুল ৫, নাহিদুল ১৪, নাঈম ১৬*, মনির ১, রাজ্জাক ১৪, মনির ১*; শরিফুল ২-০-৯-১, দেলোয়ার ৩-০-১৬-৩, টিপু ৪-০-১৬-০, সাব্বির ৩-০-১১-২, শুভ ৪-০-২৬-১, শুভাগত ২-০-৫-০, আফিফ ২-০-১৬-১)।
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৪৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তৌহিদ হৃদয়
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
-
উইমেন’স চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে ঘরে খেলবে বাংলাদেশ
-
জেসিয়ার ঝড়ো ফিফটিতে ১০ উইকেটে জিতল মোহামেডান
-
৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
-
দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
-
সঙ্কটময় শ্রীলঙ্কায় সফর নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন