আইসিসি টি-টোয়েন্টি দলের ক্যাপ পেলেন রুমানা

গতবছর আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন রুমানা আহমেদ। সেই স্বীকৃতির স্মারক অবশেষে হাতে পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। পেয়েছেন আইসিসি একাদশের ক্যাপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2019, 12:06 PM
Updated : 24 March 2019, 12:06 PM

২০১৮ সালের শেষ দিনে বর্ষসেরা দল ঘোষণা করেছিল আইসিসি। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো আইসিসি স্কোয়াডে জায়গা পান রুমানা।

মূলত বোলিংয়ের পারফরম্যান্সেই একাদশে জায়গা পেয়েছিলেন রুমানা। গতবছর ২৪ ম্যাচে এই লেগ স্পিনার নিয়েছিলেন ৩০ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছিলেন কেবল ৪.৭৮।

ভারতের লেগ স্পিনার পুনম যাদবই কেবল তার চেয়ে বেশি উইকেট নিতে পেরেছিলেন; ২৫ ম্যাচে ৩৫টি।

গতবছর মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের সাফল্যে বড় অবদান ছিল রুমানার। মালেয়েশিয়ায় এশিয়া কাপ জয়ের অবিস্মরণীয় সাফল্যে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন রুমানা। আয়ারল্যান্ডে বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে নিয়েছিলেন ৪ ম্যাচে ৪ উইকেট।

পাশাপাশি ব্যাট হাতেও রুমানা খারাপ করেননি গতবছর। ১৯ ইনিংসে করেছিলেন ২২৯ রান।