নেই মিঠুন, খেলতে পারেন মুশফিক

এমনিতেই ধুঁকছে বাংলাদেশের ব্যাটিং। সেখানেই হজম করতে হচ্ছে বড় ধাক্কা। ব্যাটিং ব্যর্থতার সিরিজে একমাত্র উজ্জ্বল ছিলেন যিনি, সেই মোহাম্মদ মিঠুন চোট নিয়ে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে। শঙ্কা ছিল মুশফিকুর রহিমকে নিয়েও, তবে তার খেলার সম্ভাবনা আছে এখনও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 06:23 AM
Updated : 19 Feb 2019, 11:21 AM

সিরিজের প্রথম দুই ম্যাচেই ফিফটি করেছেন মিঠুন, বাংলাদেশের হয়ে পঞ্চাশ ছুঁতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। শনিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডের সময় হানা দিয়েছে মিঠুনের চোট। দ্রুত একটি সিঙ্গেল নিতে গিয়ে টান লাগে তার হ্যামস্ট্রিংয়ে। ওই ম্যাচেই মাথাচাড়া দেয় মুশফিকের পুরোনো পাঁজরের চোট।

শেষ ওয়ানডের আগের দিন মিঠুনের চোট নিয়ে হতাশা আর মুশফিকের অবস্থা নিয়ে আশার কথা শোনালেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ।

“মোহাম্মদ মিঠুনের অবস্থা ভালো নয়। বেশ কিছুদিন সময় লাগবে, ১০-১২ দিন লাগবে ঠিক হতে। সেজন্য শেষ ওয়ানডে মিস করবে। প্রথম টেস্ট ম্যাচের আগে ফিট হবে বলে আশা করছি।”

“মুশফিকের অবস্থা বেশ ভালো। স্ক্যানে কিছু ধরা পড়েনি। আজকে অবশ্য সেভাবে অনুশীলন করেনি। কালকে (বুধবার) সকালে ওয়ার্ম-আপের সময় সিদ্ধান্ত নেওয়া হবে। কতখানি ফিট, সেটি দেখেই সিদ্ধান্ত হবে। তবে আশা করছি, সে খেলবে।”

এই দুজনের চোট শঙ্কা থেকেই ওয়ানডে দলে যোগ করা হয়েছে টেস্ট স্কোয়াডে থাকা মুমিনুল হককে।

বুধবার ডানেডিনে শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। প্রথম টেস্টের আগে সময় আছে এক সপ্তাহ। হ্যামিল্টনে প্রথম টেস্ট শুরু ২৮ ফেব্রুয়ারি। টেস্ট সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার জন্য তাই সময় পাচ্ছেন মিঠুন।