কামিন্স, রিচার্ডসনের ছোবলে এলোমেলো শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্টে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে লড়াই করলেন কেবল নিরোশান ডিকভেলা। দুই পেসার প্যাট কামিন্স ও অভিষিক্ত জাই রিচার্ডসনের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ১৪৪ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2019, 12:30 PM
Updated : 24 Jan 2019, 12:30 PM

প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৭২ রান। ওপেনার মার্কাস হ্যারিস ৪০ ও নাইটওয়াচম্যান ন্যাথান লায়ন শূন্য রানে ব্যাট করছেন।

টেস্টে ফেরার ম্যাচে প্রথম ইনিংসে ব্যর্থ ওপেনার জো বার্নস। সুরঙ্গা লাকমলের চমৎকার এক ডেলিভারিতে দ্বিতীয় স্লিপে কুসল মেন্ডিসের হাতে ধরা পড়েন তিনি। দুই অঙ্ক ছোঁয়ার পর স্পিনার দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে যান টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খাওয়াজা।

সাবধানী ব্যাটিংয়ে দিনের বাকি সময়টা লায়নকে নিয়ে পার করে দেন হ্যারিস। ৮২ বলে খেলা এই ওপেনারের ৪০ রানের ইনিংস গড়া ৫টি চারে।

এর আগে বৃহস্পতিবার ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে দিন-রাতের টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। কামিন্স ও রিচার্ডসনের ছোবলে ৬৬ রানে হারিয়ে ফেলে পাঁচ উইকেট। কামিন্সের গতি আর রিচার্ডসনের সুইংয়ের সামনে সফরকারী ব্যাটসম্যানরা যেন অসহায় ছিলেন। 

শ্রীলঙ্কার ইনিংসে নেই কোনো পঞ্চাশ ছোঁয়া জুটি। ত্রিশের বেশি রান করতে পেরেছেন কেবল ডিকভেলা। ক্রিজে যাওয়ার পর থেকে বোলারদের ওপর চড়াও হওয়া কিপার ব্যাটসম্যান ৭৮ বলে ৬ চার ও এক ছক্কায় করেন ৬৪ রান।

নবম উইকেটে দুশমন্থ চামিরার সঙ্গে ৩৮ রানের জুটিতে দলকে দেড়শ রানের কাছে নিয়ে যান ডিকভেলা। ম্যাচে এটাই লঙ্কানদের সেরা জুটি।

ডিকভলাকে থামানো কামিন্স ৩৯ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার। তরুণ পেসার রিচার্ডসন ৩ উইকেট নেন ২৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৬.৪ ওভারে ১৪৪ (করুনারত্নে ২৪, থিরিমানে ১২, চান্দিমাল ৫, মেন্ডিস ৯, সিলভা ১৪, ডি সিলভা ৫, ডিকভেলা ৬৪, পেরেরা ১, লাকমল ৭, চামিরা ০, কুমারা ০*; স্টার্ক ২/৪১, রিচার্ডসন ৩/২৬, কামিন্স ৪/৩৯, লায়ন ১/৩৮)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৫ ওভারে ৭২/২ (হ্যারিস ৪০, বার্নস ১৫, খাওয়াজা ১১, লায়ন ০*; লাকমল ১/২৭, কুমারা ০/২৪, চামিরা ০/১৪, পেরেরা ১/৪)